For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সঙ্গে কংগ্রেসের ভিন রাজ্যের শরিকদের নয়া 'সমীকরণ', আরজেডি, শিবসেনার বার্তা নিয়ে মুখ খুললেন অধীর

মমতার সঙ্গে কংগ্রেসের ভিন রাজ্যের শরিকদের নয়া 'সমীকরণ', আরজেডি, শিবসেনার বার্তা নিয়ে মুখ খুললেন অধীর

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট সরকার রয়েছে শিবসেনার। সেই মহা আঘাড়ি জোট ক্রমাগত বিজেপি বিরোধিতায় এককাট্টা। বিহারের ভোটে কংগ্রেস লালু প্রসাদের আরজেডির সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধিতা করেছে। তবে বাংলায় কংগ্রেসের সামনে দুই প্রতিপক্ষ। এক, বিজেপি , দুই তৃণমূল। তবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের অন্যতম প্রতিপক্ষ তৃণমূলের সমর্থনে এগিয়ে এসেছে ভিন রাজ্যে কংগ্রেসের সঙ্গী আরজেডি ও শিবসেনা। এই নিয়ে সরব কংগ্রেসের অধীর চৌধুরী।

একদিনে জোড়া ধমাকা সমাজবাদী পার্টি ও শিবসেনার

একদিনে জোড়া ধমাকা সমাজবাদী পার্টি ও শিবসেনার

প্রসঙ্গত তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার ২৪ ঘণ্টা আগে মহারাষ্ট্র থেকে শিবসেনা জানিয়ে দিয়েছে, তারা বাংলার ভোটে লড়ছে না। আর তার কারণ 'আসল বাঘিনী' মমতাকে তাঁরা সমর্থন করছে। এই ঘটনার আগে উত্তর প্রদেশের অখিলেশ যাদবও সাফ জানিয়েছেন যে তিনি ও তাঁর পার্টি সমর্থন করছেন তৃণমূল কংগ্রেসকে। আর বাংলার ভোটে সমাজবাদী পার্টি কর্মীরা লড়বেন মমতার হয়ে।

 মমতার সঙ্গে শিবসেনা, আরজেডির নয়া সমীকরণে কংগ্রেসের স্টান্স

মমতার সঙ্গে শিবসেনা, আরজেডির নয়া সমীকরণে কংগ্রেসের স্টান্স

বিহারে যারা কংগ্রেসের সঙ্গী সেই আরজেডি এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন করছে। এমনকি মহারাষ্ট্রের শিবসেনাও রাজ্যে মমতার পাশে আছে বলে বড় বার্তা দিয়েছে। এমন পরিস্থিতিতে কংগ্রেস বলছে, এই সমস্ত পার্টিগুলির বাংলায় সেভাবে জোরালো সমর্থন নেই বলেই তারা এমন পন্থা অবলম্বন করছে।

'আমাদের যন্ত্রণাটা আলাদা '

'আমাদের যন্ত্রণাটা আলাদা '

এক বেসরকার সংবাদমাধ্যমকে অধীর চৌধুরী অবশ্য জানিয়েছেন, শিবসেনা বা আরজেডি, সমাজবাদী পার্টির তরফে মমতার পাশে দাঁড়ানো নিয়ে তিনি কাউকে দোষারোপ করতে চান না। তিনি শুধু বলেছেন, 'আমাদের যন্ত্রণাটা আলাদা।' এর পরই সুর চড়ান অধীর।

 শিবসেনা বা আরজেডি, সমাজবাদী পার্টির স্টান্স নিয়ে মুখ খুললেন অধীর

শিবসেনা বা আরজেডি, সমাজবাদী পার্টির স্টান্স নিয়ে মুখ খুললেন অধীর

এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধীর চৌধুরী বলেন,' ভিন্ন ভিন্ন পারসেপশান রয়েছে। ' এরসঙ্গেই তিনি বলেন,' আমাদের মতো দলগুলো বাংলায় তৃণমূলের অত্যাচার ও সন্ত্রাসের শিকার হয়েছে। আমাদের যন্ত্রণাটা আলাদা। তৃণমূল যেভাবে আমাদের ওপর অত্যাচার, সন্ত্রাস চালিয়েছে, তারপর টিকে থাকা সমস্যা হয়েছে আমাদের মতো পার্টিগুলোর।' এমনই তথ্য প্রকাশিত হয়েছে, 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে'।

প্রার্থী ঘোষণার কয়েক ঘন্টা আগে কেন কালীঘাটে বিধায়ক পুত্র! জল্পনা তুঙ্গে প্রার্থী ঘোষণার কয়েক ঘন্টা আগে কেন কালীঘাটে বিধায়ক পুত্র! জল্পনা তুঙ্গে

English summary
West Bengal Assembly Election 2021, Adhir Chowdhudhary takes On RJD,SP,ShivSena as they support TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X