For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোট অঙ্কে মহা-জটের মাঝেই তৃণমূল নিয়ে বড় বার্তা আবু হাসেম খান চৌধুরীর

  • |
Google Oneindia Bengali News

বাম, কংগ্রেস ও আব্বাসদের মধ্যে জোট অঙ্ক ঘিরে রাজ্যে ব্যাপক কৌতূহল রাজনৈতিক মহলে। মূলত, ইটাহার থেকে পুরুলিয়ার কাশীপুর পর্যন্ত প্রবল হারে ছড়িয়েছে জোট অঙ্কে প্রার্থীদের ঘিরে দলগুলির অন্দরে বিক্ষোভ। এদিকে, মালদার কংগ্রেসের অন্দরেও আব্বাসদের সঙ্গে জোট ও আসনের প্রশ্নে বহু আগে থেকেই একাধিক গুঞ্জন শোনা গিয়েছে। সেই জায়গা থেকে এবার বিস্ফোরক বক্তব্য রাখলেন কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী।

 জোট প্রশ্নে বিস্ফোরক আবু হাসেম খান চৌধুরী

জোট প্রশ্নে বিস্ফোরক আবু হাসেম খান চৌধুরী

মালদা দক্ষিণের কংগ্রেসের সাংসদ ও কংগ্রেসের জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী এদিন এক বিস্ফোরক বক্তব্য রাখেন জোটের প্রশ্নে। এদিন এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আবু হাসেম খান চৌধুরী বলেন, কংগ্রেস আব্বাস সিদ্দিকির হাত ধরেনি। খারাপ ফল হতে পারে ভেবে বামেরা আব্বাসদের হাত ধরেছে। আমরা এটা পছন্দ করি না।

তৃণমূল নিয়ে বিস্ফোরক বার্তা

তৃণমূল নিয়ে বিস্ফোরক বার্তা

এদিন ওই সাক্ষাৎকারে আবু হাসেম খান চৌধুরী সাফ জানিয়েছেন যে ভোট পরবর্তী সময়ে পরিস্থিতি তেমন দাঁড়ালে কংগ্রেস তৃণমূলকে সমর্থন করবে। আর এই জায়গা থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে , যেখানে এর আগে তাপস রায়ের মন্তব্য নিয়ে এর আগে অধীর চৌধুরী তৃণমূলের সঙ্গে পা মেলানো নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন ,সেই জায়গা থেকে আবু হাসেম খান চৌধুরীর বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

এর আগে তৃণমূলের তাপস রায় কী বলেছিলেন?

এর আগে তৃণমূলের তাপস রায় কী বলেছিলেন?

'আমি কংগ্রেসি ও বামপন্থীদের বলব অরূপ খাঁ (ওন্ডায় তৃণমূলের বিধায়ক) আপনাদের মিছিলে পা মেলাবেন।' তৃণমূলের তরফে বাঁকুড়ার সভায় গিয়ে তাপস রায়ের এই মন্তব্য ঘিরে ভোটের আগে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। এদিকে, রাজ্যে প্রথম ভোটপর্ব শুরু হওয়ার আগে আবু হাসেম খান চৌধুরীর বক্তব্যে এদিন রাজ্য তোলপাড় হয়।

 তাপস রায়ের বক্তব্যের পর অধীরের প্রতিক্রিয়া

তাপস রায়ের বক্তব্যের পর অধীরের প্রতিক্রিয়া

অধীর চৌধুরী সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে জানান, 'কেন কংগ্রেস বিজেপিকে রুখতে তৃণমূলকে সমর্থন করবে? এখনও অমেক সময় আছে। তৃণমূলের নেতারা দল ছেড়ে কংগ্রেসে যোগ দিন।' অধীর চৌধুরী বলেন,'আগে তৃণমূল ইউপিএর শরিক ছিল। মমতা নিজেই সেখান থেকে সমর্থন তুলে নেন।' আর সেই অঙ্ক ধরেই একুশের ভোটের আগে তৃণমূলের তরফে দেওয়া বার্তার জবাব দিলেন অধীর চৌধুরী।

 আবু হাসেম খানের বক্তব্য নিয়ে সিপিএমের জেলা সম্পাদক কী বলছেন?

আবু হাসেম খানের বক্তব্য নিয়ে সিপিএমের জেলা সম্পাদক কী বলছেন?

ভোটের মুখে আবু হাসেম খান চৌধুরীর বক্তব্য নিয়ে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্রের প্রতিক্রিয়া , রাজ্যস্তরে জোট হয়েছে। এই জোটে বাম, কংগ্রেস , আইএসএফ সবাই রয়েছে। সাংসদ কী বলতে চান সেটা স্পষ্ট নয়। ভোট পরবর্তী সময়ে সিদ্ধান্ত কী হবে, তা স্থির করবে রাজ্য নেতৃত্ব।

English summary
West Bengal Assembly Election 2021, Abu Hasem Khan Chowdhury claims that if situation demands they will support TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X