For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণে উল্লেখযোগ্য ১০ ঘটনা ছবিতে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১১ এপ্রিল : আজ রাজ্যে প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ। ভোট শুরুর আগে থেকেই বিভিন্ন জায়গা থেকে মিলেছে অশান্তি, সংঘর্ষর খবর। একাধিক জায়গায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতিদের দাপাদাপি তাণ্ডবের খবর এসেছে। কোথাও পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে, কোথাও ভোটারদের বিক্ষোভের মুখে পড়েছেন খোদ ভোটপ্রার্থী। কোথাও ভুয়া ভোটার, কোথাও ইভিএম-এর অদ্ভুৎ বিভ্রাট। নানাবিধ খবরে এগিয়ে চলেছে রাজ্যের ভোটগ্রহণ। একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের ভোটগ্রহণের প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের ১০ টি উল্লেখযোগ্য ঘটনা দেখে নিন ছবিতে।

[রাজ্যে প্রথম দফার দ্বিতীয় পর্যায়ের ভোটের Live Update]

ঘটনা ১

ঘটনা ১

ভোটের শুরুতেই গণ্ডগোলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জামুড়িয়ার ৭৬ ও ৭৭ নম্বর বুথে সিপিএম-কংগ্রেস জোরপ্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মাথা ফাটিয়ে দেওযা হয় এদের মধ্যে একজনের নাম জীবন রুইদাস নামের এক পোলিং এজেন্টের।

ঘটনা ২

ঘটনা ২

বাঁকুড়ার সোনামুখী কেন্দ্রে রবিবার রাত থেকেই দুষ্কৃতীদের দাপাদাপি দেখা যাচ্ছে। সোমবার সকালেও নির্বাচন শুরু কিছুক্ষণ আগে বোমা ও বন্দুক হাতে দুষ্কৃতীদের দেখা গিয়েছে। তবে, সোনামুখীতে হাতে পিস্তল নিয়ে ঘোরা এবং রসুলপুরে বোমাবাজি দুটি ঘটনাই ভিত্তিহীন জানাল নির্বাচন কমিশন। বোমা নয়, হাতি তাড়াতে শব্দবাজির ব্যবহার, কমিশনকে জানালেন এসপি। এছাড়াও ফুটেজটি আজকের কি না তারও কোনও প্রমাণ নেই জানিয়েছে কমিশন।

ঘটনা ৩

ঘটনা ৩

বাঁকুড়ার কোতলপুর-সহ একাধিক ভোটকেন্দ্রের বাইরে কেন্দ্রীয় বাহিনীর দেখা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। রানীগঞ্জে মাংস-মিষ্টি কিনতে ব্যস্ত কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বুথ কেন্দ্রের বাইরে বিশ্রাম নিতেও দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে।

ঘটনা ৪

ঘটনা ৪

জামুড়িয়ার বুথের নাকের ডগায় দুটি ব্যাগভর্তি বোমা উদ্ধার। বাইপাস রোডের বুথের ৩৫ নং বুথের ঘটনা। বোমা এনে ভোটারদের ভয় পাওয়ানোপ অভিযোগ। ভয়ে ভোটারদের একাংশ বুথ ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ।

ঘটনা ৫

ঘটনা ৫

পাণ্ডবেশ্বরে ২৩৪ নম্বর বুথে হৃদরোগে আক্রান্ত হয়ে পোলিং এজেন্টের মৃত্যু।

ঘটনা ৬

ঘটনা ৬

বাঁকুড়ার বিষ্ণুপুরের কংগ্রেস প্রার্থী তুষার ভট্টাচার্যকে হেনস্থা। তাকে ধাক্কা দেওয়ার অভিযোগ। দেহরক্ষীর পিস্তল ছিনতাইয়ের অভিযোগ। হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ঘটনা ৭

ঘটনা ৭

গড়বেতার ১৬৮ নম্বর বুথে ইভিএম বিভ্রাট। যে কোনও চিহ্নে ভোট দিলেই তা পড়ছে তৃণমূলে। অভিযোগ পেয়েই সরানো হল ইভিএম।

ঘটনা ৮

ঘটনা ৮

নিজের কেন্দ্র নারায়ণগড়ের বুথে সূর্যকান্ত মিশ্রকে ঘিরে ভোটারদের একাংশের বিক্ষোভ। পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না অভিযোগ পেয়ে বুথে যান সূর্যবাবু। সেখানেই বিক্ষোভকারীদের অভিযোগের মুখে পড়েন তিনি। ভোটারদের একাংশের অভিযোগ গত ৫ বছরে এলাকায় 'নিরুদ্দেশ' ছিলেন সূর্যকান্ত। যদিও সিপিএমের পাল্টা অভিযোগ, বিক্ষোভকারী ভোটাররা তৃণমূল সমর্থক ছিলেন।

ঘটনা ৯

ঘটনা ৯

কেশপুরের ১৭০ নম্বর বুথের ঘটনা। ভোট দিতে যাওয়ার সময় তৃণমূল ও সিপিএম দুপক্ষের মধ্যে বচসা ও তারপর সংঘর্ষ। সংঘর্ষে দুই দলের কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।

ঘটনা ১০

ঘটনা ১০

ভোট দিতে এসে প্রচণ্ড গরমের জেরে ভোটের লাইনে দাঁড়িয়েই মৃত্যু হল শশাঙ্ক ভট্টাচার্য নামে এক বৃদ্ধের।

English summary
West Bengal Assembly Election 2016 1st Phase 2nd day 10 Notable Incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X