For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন্তার কারণ হয়ে উঠছে সংক্রমণের হার! মাইক্রো কন্টেইনমেন্ট জোন করে কড়া 'লকডাউন' এই সমস্ত এলাকাতে

করোনার সেকেন্ড সংক্রমণ ঠেকানো গিয়েছে। গত কয়েকদিন আগে এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে সাধারণ মানুষ। তবে সংক্রমণ কমলেও বেশ কয়েকটি পক

  • |
Google Oneindia Bengali News

করোনার সেকেন্ড সংক্রমণ ঠেকানো গিয়েছে। গত কয়েকদিন আগে এমনটাই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মন্তব্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছে সাধারণ মানুষ। তবে সংক্রমণ কমলেও বেশ কয়েকটি পকেটে সংক্রমণের হার ভাবাচ্ছে স্বাস্থ্য আধিকারিকদের।

কয়েকটি এলাকাতে হঠাত করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সেদিকে নজর রেখে এবং সংক্রমণের চেন ভাঙতে মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে।

হাওড়াতে মাইক্রো কন্টেইনমেন্ট ঘোষণা!

হাওড়াতে মাইক্রো কন্টেইনমেন্ট ঘোষণা!

হাওড়ার বেশ কিছু জায়গাতে সংক্রমণের হার ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে। আর সেদিকে তাকিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একাধিক এলাকাকে মাইক্রো-কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হল। হাওড়া শহর এবং গ্রামীণ এলাকায় যে জায়গাগুলিতে সংক্রমণ বাড়ছিল সেগুলিকে চিহ্নিত করে এই মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হল। এই সমস্ত এলাকাগুলিকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণার পাশাপাশি একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হিয়েছে প্রশাসনের তরফে।

দোকান-বাজার বন্ধ

দোকান-বাজার বন্ধ

বাজার থেকে সবথেকে বেশি সংক্রমণ ঘটে। এমন বহু প্রমাণ পাওয়া গিয়েছে। আর সেদিকে তাকিয়ে দোকান-বাজার বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের। রবিবার থেকে তিনদিন বন্ধ থাকবে সমস্ত দোকান এবং বাজার। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে এই বিষয়ে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে ডোমজুড় বাজার এলাকা, ঘুসুড়ির নস্করপাড়া, সাঁকরাইলের চাঁপাতলা, রাজগঞ্জ এবং আন্দুলবাজার এলাকায় কড়া ভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে খবর, এই সমস্ত এলাকায় এক মাত্র অত্যাবশ্যকীয় পণ্যে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া শুধু খোলা থাকবে ওষুধের দোকান। সংক্রমণ একেবারে নীচে নামানো পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে বলে জানানো হয়েছে।

সোনারপুর-রাজপুর এলাকাতেও কড়া লকডাউন

সোনারপুর-রাজপুর এলাকাতেও কড়া লকডাউন

সোনারপুর-রাজপুর এলাকাতেও কার্যত কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পুরসভাতে হঠাত করে ব্যাপক ভাবে করোনার সংক্রমণ বাড়তে দেখা গিয়েছে। আর এরপরেই প্রশাসনের তরফে হস্তক্ষেপ করা হল। মাইক্রো-কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে কার্যত লকডাউন জারি করা হয়েছে সোনারপুর-রাজপুরের একাধিক এলাকাতে। আগামী সোমবার থেকে তিনদিন রাজপুর সোনারপুর এলাকায় সমস্ত দোকানপাট ও বাজার বন্ধ থাকবে। সিদ্ধান্ত ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। মাইকে প্রশাসনের তরফে স্থানীয় মানুষজনকে অ্যালার্ট করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী এই অস্থা জারি থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

English summary
west bengal administration announce micro containment zones in howrah and-other parts of district
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X