For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ছয় আসনে ভোট পড়ল ৮২ শতাংশ, সারা দেশে সর্বোচ্চ

Google Oneindia Bengali News

শুরু হল দ্বিতীয় দফায় বাংলার চার রাজ্যের ৬টি আসনে ভোটগ্রহণ
কলকাতা, ২৪ এপ্রিল : শেষ হল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এদিন চার জেলার ছ'টি আসনে সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সন্ধে ছ'টায় শেষ হয় ভোটপর্ব। ছ'টি আসনে মোট ভোট পড়েছে ৮২ শতাংশ। সারা দেশে এই হার সর্বোচ্চ।

যথাসময়ে ভোটগ্রহণ শুরু হলেও কয়েকটি বুথে ইভিএম বিভ্রাটের কারণে ভোটগ্রহণ বন্ধ ছিল অনেকক্ষণ। ইভিএম খারাপ থাকায় দুপুর পর্যন্ত ভোট দিতে পারেননি মৌসম বেনজির নুর। এই ছ'টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৮৩,০৬,৭৫৬। এদিন মালদহের কালিয়াচকে বুথ দখলের চেষ্টা হলে পুলিশ গুলিও চালায়। এই ঘটনায় ৮-১০ জন আহত হয়েছেন।

রায়গঞ্জ
এই কেন্দ্রর ভোটার সংখ্যা ১১,০৮,৩৮২। এদের মধ্যে ৫,৮৩,২৯২ জন পুরুষ ভোটার রয়েছেন এবং ৫,২৫,০৯০ জন মহিলা ভোটার রয়েছেন। রায়গঞ্জ কংগ্রেসের শক্ত ঘাঁটি। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দীপা হলেন দাাশমুন্সি। এখান থেকে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছেন প্রিয়রঞ্জন দাশমুন্সির ভাই সত্যরঞ্জন দাশমুন্সিকে। ফলে রায়গঞ্জে লড়াইটা দাঁড়িয়েছে দাশমুন্সি বনাম দাশমুন্সি। এই কেন্দ্র থেকে তৃণমূল কখনও জিততে পারেনি।

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৯ শতাংশ।
সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.৫৫ শতাংশ।
দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়ল ৪৮.৭৭ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭০.৬৩ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৭৯.২৪ শতাংশ।

বালুরঘাট
রায়গঞ্জের পাশাপাশি বালুরঘাটেও আজ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১২,২৯,৩০১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬,৪০,৩৩৫ এবং মহিলা ভোটার রয়েছেন ৫,৮৮,৯৬৬। গতবারের লোকসভা নির্বাচনে এই এলাকা থেকে আরএসপি জিতেছিল। এই বালুরঘাট আরএসপি ঘাঁটি বলেই পরিচিত। আরএসপি-র প্রশান্তকুমার মজুমদার বিজয়ী হয়েছিলেন। এবার বালুরঘাটে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে নাট্যকর্মী অর্পিতা ঘোষকে। এদিন বালুরঘাটের গঙ্গারামপুরের ১৭ নম্বর বুথে কংগ্রেস প্রার্থীকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের দিকে। যদিও অভিযোগের সত্যতা নেই বলে পরে জানায় কমিশন।

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ২০ শতাংশ।
সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৪০.৫৫ শতাংশ।
দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়ল ৪৯.৩৩ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭১.৮৮ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৮৩.৩৬ শতাংশ।

মালদহ উত্তর
এই লোকসভা কেন্দ্র থেকে মোট ভোটারের সংখ্যা ১১,০১,০৯৬। এদের মধ্যে ৫,৭৩,৯৬৮ জন রয়েছেন পুরুষ ভোটার। মহিলা ভোটার রয়েছেন ৫,২৭,১২৮ জন। এই আসনেও আগেরবার কংগ্রেসের জয় হয়েছিল। মৌসম বেনজির নুর এই আসন থেকে জিতেছিলেন। এবার কংগ্রেসের টিকিটে তিনি দাঁড়িয়েছেন। তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন আর এক সেলিব্রিটি প্রার্থী, 'ভূমি' ব্যান্ডের সৌমিত্র রায়।

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ২২ শতাংশ।
সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৪২.০৯ শতাংশ।
দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়ল ৫০.৯৪ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৮.৯৫ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৮০.৭৩ শতাংশ।

মালদহ দক্ষিণ
এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০,৫২,০৯৩। এদের মধ্যে ৫,৪৫,৭৪২ জন পুরুষ ভোটার ও ৫,০৬,৩৫১ জন মহিলা ভোটার।

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ২১ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৪২.৮৯ শতাংশ।
দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়ল ৫০.০৭ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল৬৮.৩০ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৮০.২৩ শতাংশ।

মুর্শিদাবাদ
এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১১,৯২,৪৯৯। এদের মধ্যে ৬,২২,০০২ জন পুরুষ ভোটার ও ৫,৭০,৮৯৭জন মহিলা ভোটার। এই কেন্দ্রও কংগ্রেসের শক্ত ঘাঁটি। এদিন মুর্শিদাবাদের ডোমকলে উত্তেজনা ছড়ায়। ডোমকলের কুশবেড়িয়ায় ২ ভোটকেন্দ্রে বাম এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়।

সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ২২ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৪৫.৫৫ শতাংশ।
দুপুর ১২ টা পর্যন্ত ভোট পড়ল ৫২.৯৬ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৭০.৩০ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৮৪.৭৮ শতাংশ।

জঙ্গিপুর
এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১০,৮৭,০৫৪। এদের মধ্যে ৫,৬১,৭৩৫ জন পুরুষ ভোটার ও ৫,২৫,৩১৯ জন মহিলা ভোটার। এই কেন্দ্র থেকে ২০১২ সালের উপনির্বাচনে জিতেছিলেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। কংগ্রেসের টিকিটেই দাঁড়িয়েছিলেন তিনি।

এদিন সকালে একাধিক লোক সঙ্গে নিয়ে জঙ্গিপুরের শেখদিঘি হাইস্কুলের ২০, ২১ ও ২২ নম্বর বুথে ঢোকেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম৷ অভিযোগ, বাধা দেননি প্রিসাইডিং অফিসাররা৷ আর তাই জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা বিধিভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে সরানো হল তিন প্রিসাইডিং অফিসারকে৷ আটক করা হয় কয়েকটি গাড়ি৷ ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে৷ এফআইআরের নির্দেশ৷

সকাল ৯ পর্যন্ত ভোট পড়ল ২৩ শতাংশ।
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৪৪.২৮ শতাংশ।
দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৮.৬০ শতাংশ।
সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৮০.১৮ শতাংশ।

English summary
West bengal's 2nd phase of lok sabha election,turn out 82 percent
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X