For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় দফা ভোটে লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কারা এগিয়ে, একনজরে পরিসংখ্যান

দ্বিতীয় দফা ভোটে লোকসভা আসনের নিরিখে কারা এগিয়ে, একনজরে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

মাঝে মাত্র একটা দিন। নীলবাড়ি দখলের অন্যতম মেগা ফাইট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দেখা যাবে ১ এপ্রিল। তার আগে গোটা রাজ্যে কার্যত প্রচার পর্ব নিয়ে সাজো সাজো রব। কোথাও হারানো গড় দখলের লড়াই, কোথাও বা গড় কেড়ে নেওয়ার লড়াই সামনে রেখেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার মেগা ডুয়েল আসন্ন। একনজরে দেখা যাক, এই দ্বিতীয় দফার ভোটে কোন কোন আসনে কোন দল এগিয়ে।

বৃহস্পতিবার কোথায় কোথায় ভোট

বৃহস্পতিবার কোথায় কোথায় ভোট

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ৯ টি কেন্দ্রে, বাঁকুড়ার ৮ টি কেন্দ্রে, পূর্ব মেদিনীপুরের ৯ টি কেন্দ্রে, ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোটগ্রহণ করা হবে। এই সমস্ত জেলার ভোটের মধ্যে নিঃসন্দেহে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোটের ডুয়েল বড় আকার নিতে শুরু করে দিয়েছে।

 কোন আসনে ভোট ১ এপ্রিল

কোন আসনে ভোট ১ এপ্রিল

গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর,খড়গপুর সদর, নারায়ণগড় সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল , চন্দ্রকোনা, কেশপুরে ভোট হবে ১ এপ্রিল। এছাড়াও বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখীতে ভোট আসন্ন। তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না,নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।

তমলুক থেকে ময়নায় কে এগিয়ে লোকসভার নিরিখে?

তমলুক থেকে ময়নায় কে এগিয়ে লোকসভার নিরিখে?

মূলত ২০১৯ লোকসভার ভোটের নিরিখে দেখতে গেলে তমলুক লোকসভা আসনটি বিজেপির শুভেন্দুর ভাই দিব্যেন্দুর জয়ের গাথা লিখেছে। এই কেন্দ্র লোকসভা ভোটে তৃণমূলের থেকে বিজেপির ভোটের ব্যবধান ছিল ৬ হাজারের কিছু বেশি। পাঁশকুড়া আসনে তৃণমূল বিজেপির থেকে এগিয়ে ছিল ৬ হাজারের আশপাশের ব্যবধানে। ময়না কেন্দ্রে তৃণমূল একলাখ ভোট পেলেও , বিজেপি ৮৮,৮৭৯ টি ভোট পেয়েছিল।

নন্দকুমার থেকে হলদিয়ায় দাপট কার বেশি ছিল?

নন্দকুমার থেকে হলদিয়ায় দাপট কার বেশি ছিল?

নন্দকুমারে ২০১৯ লোকসভা ভোটে সিপি এম কংগ্রেসের থেকে বেশি ভোটে এগিয়ে যায়। এদিকে, সেখানে তৃণমূল ৯৭ হাজারের কিছু বেশি ভোট পেলেও বিজেপি সেখানে ৮২ হাজার ১১৬ টি ভোট পায়। অধিকারীগড় মহিষাদলে তৃণমূল বিজেপিকে ছাড়িয়ে বড় অঙ্কের ভোটে লিডে ছিল। হলদিয়ায় তৃণমূল ১,২৫,২৯৬ ভোটে লিড পায়।

মেগাব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রামের পরিস্থিতি

মেগাব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রামের পরিস্থিতি

দাদা বনাম দিদির লড়াইয়ে জমে উঠেছে নন্দীগ্রামের মেগা ব্যাটল গ্রাউন্ডের ভোট। ২০১৯ লোকসভা ভোটে অধিকারীদের দাপটে থাকা নন্দীগ্রামে তৃণণূল কার্যত বিজেপিকে দাঁত ফোটাতে দেয়নি। তৃণমূলে ১ লাখের বেশি ভোট পায়। সেখানে বিজেপি ৬৬ হাজারের ঘরে ছিল। পাঁশকুড়ায় বিজেপি অনেকটাই এগিয়ে ছিল। সবং, পিংলায় তৃণমূল এগিয়েছিল গত লোকসভা ভোটে। ডেবরা আসনে লিড নিয়ে নেয় বিজেপি।

দাসপুর থেকে কেশপুরের অঙ্ক

দাসপুর থেকে কেশপুরের অঙ্ক

প্রসঙ্গত, দাসপুরে তৃণমূল এগিয়েছিল। ঘাটাল থেকে কেশপুরে আসনেও তৃণমূল জমি ধরে রাখে। এদিকে, মেদিনীপুর লোকসভার খড়গপুর , নারায়ণগড়ে ২০১৯ লোকসভার নিরিখে বিজেপি এগিয়ে যায়।

বাঁকুড়ার অঙ্ক

বাঁকুড়ার অঙ্ক

২০১৯ লোকসভা ভোটের নিরিখে বাঁকুড়া আসনের আওতায় থাকা তালড্যাংড়া ও বাঁকুড়ায় দুটি আসনে বিজেপি লিড নেয়। বড়জোড়ায় জমি দখল করে বিজেপি, ওন্দাতেও একই ছবি ছিল। কোতুলপুরে বিজেপি এগিয়ে যায়, ইন্দাসেও তৃণমূলকে টেক্কা দিয়ে এগিয়ে যায় বিজেপি। সোনামুখি থেকে বিজেপি এগিয়ে যায়।

গোসাবা , সাগরে কী পরিস্থিতি ছিল?

গোসাবা , সাগরে কী পরিস্থিতি ছিল?

২০১৯ সালের লোকসভা ভোট অনুযায়ী,দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় এগিয়েছিল তৃণমূল, পাথপ্রতিমায় বিজেপিকে সরিয়ে এগিয়ে যায় তৃণমূল। কাকদ্বীপ আসনে তৃণমূল এগিয়েছিল। সাগরেও বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে তৃণমূ বাজিমাত করে দেয়।

 বিধানসভা ভোটেও ম্যাচ ফিক্সিং, প্রচারে গিয়ে আক্রমণ শানালেন মোদী বিধানসভা ভোটেও ম্যাচ ফিক্সিং, প্রচারে গিয়ে আক্রমণ শানালেন মোদী

English summary
West Bengal 2 nd phase assembly wise Loksabha 2019 result, know who were ahead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X