For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা জুড়ে গণ-ইস্তফায় অনড় চিকিৎসকরা! উত্তরবঙ্গে আরও ১১৯ ডাক্তারের পদত্যাগ

মুখ্যমন্ত্রী দিয়েছিলেন ডেডলাইন, তা না মানা হলে তিনি জুনিয়র চিকিৎসকদের হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেন বৃহস্পতিবার।

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী দিয়েছিলেন ডেডলাইন, তা না মানা হলে তিনি জুনিয়র চিকিৎসকদের হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেন বৃহস্পতিবার। তার ২৪ ঘণ্টার মধ্যেই একের পর এক চিকিৎসকদের ইস্তফার খবর আসতে থাকে রাজ্যের বিভিন্ন অংশ থেকে। সাগর দত্ত হাসপাতালে বৃহস্পতিবারই জমা পড়ে যায় ১৮ জন চিকিৎসকের ইস্তফা পত্র।

বাংলা জুড়ে চিকিৎসকের গণ ইস্তফা অব্যহত! আরও ২ ডাক্তারের পদত্যাগ

বীরভূমের সিউড়ি হাসপাতালে ৬৭ জন চিকিৎসক ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন। এরপর শুক্রবার সকাল হতেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে আরও ইস্তফার খবর আসতে থাকে। সেখানে ২ জন চিকিৎসক ইস্তফা দিয়েছেন বলে খবর। মনরোগ বিভাগের উত্তম মজুমদার, ও নির্মল বেরা , মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে খবর। ইস্তফা দিয়েছেন কলেজের আরও ১১৯ জন চিকিৎসক।

জানা গিয়েছে, ইস্তফা পত্র জমা দিলেও তা গৃহিত হওয়ার অপেক্ষায় রয়েছেন দুই চিকিৎসক। মনোরোগ চিকিৎসা বিভাগের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রধান ও তাঁর সহকারী এই ২ চিকিৎসক , অন্যান্য দিনের মতো এদিনও হাসপাতালে এসে রোগীদের পরিষেবা দেন। ইস্তফাপত্র জমা দেওয়ার পর তাঁরা নিজেদের কর্তব্যে অবিচল ছিলেন। এরপর উঠে আসতে থেকে ১১৯ জন চিকিৎসকের ইস্তফার খবর।

English summary
West Bengal, 2 more doctors resigns over NRS issue, situation gets serious.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X