For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকিট মেলেনি,ক্ষোভ মনে চেপে রেখেই সুজাতার প্রচারে এগিয়ে এলেন আরামবাগের তৃণমূল বিধায়ক

টিকিট মেলেনি, ক্ষোভ মনে চেপে রেখেই দলীয় প্রার্থীর প্রচারে এগিয়ে এলেন আরামবাগের তৃণমূল বিধায়ক

Google Oneindia Bengali News

টিকিট মেেলনি বলে বলে বিদ্রোহী হয়ে অনেকেই দল ছেড়েছেন। সেউ দলবদলীদের ভিড়ে একেবারে ব্যাতিক্রমী আরামবাগের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। এবার তিনিও টিকিট পাননি। কিন্ত তার জন্য দলত্যাগী হননি তিনি। ক্ষোভ চেপে রেখেই দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন শুরু করেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক।

আরামবাগে প্রার্থী বদল

আরামবাগে প্রার্থী বদল

আরামবাগে এবার তৃণমূলের বাজি সুজাতা মণ্ডল। পর পর ২ বারের জয়ী কৃষ্ণচন্দ্র সাঁতরাকে টিকিট না দিয়ে সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরেই বিস্ফোরক অভিযোগ করে সুজাতা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপরেই সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতাকে বিচ্ছেদের নোটিস পাঠান। যদিও সুজাতা বিচ্ছেদ দিতে নারাজ।

ক্ষুব্ধ বিধায়ক

ক্ষুব্ধ বিধায়ক

২০১১ ও ২০১৬ সালে পর দুবার জিতেও টিকিট দেয়নি দল।স্বাভাবিক ভাবে ক্ষোভ থাকবেই। প্রকাশ্যেই সেই ক্ষোভের কথা জানিয়েছেন কৃষ্ণচন্দ্র সাঁতরা। তবে দল আগে। কৃষ্ণ সাঁতরা বলেছেন কে টিকিট পেল বড় কথা নয়, দল বড় কথা। তাই দল যাতে প্রার্থী করেছে তার সমর্থনেই প্রচার করতে হবে।সুজাতা মণ্ডলের প্রচারের দায়িত্ব তাই নিজেই নিয়েছেন কৃষ্ণচন্দ্র সাঁতরাষ সুজাতার সমর্থনে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন তিনি।

টিকিট না পেয়ে বিজেিপর পথে

টিকিট না পেয়ে বিজেিপর পথে

টিিকট না পেয়ে একাধিক তৃণমূল কংগ্রেস বিধায়ক বিজেপিতে গিয়েছেন। শিবপুরের প্রবীণ বিধায়ক জটু লাহাড়িও টিকিট না পেয়ে অভিমানে বিজেিপতে যোগ দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন দল তাঁকে বঞ্চনা করেছেন তাই তিনি আর তৃণমূল কংগ্রেসে থাকতে চাননা। যতদিন বাঁচবেন ততদিন বিজেপি করবেন। হাওড়ার সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দারও বিজেপিতে যোগ দিয়েছেন। টিকিট না পেয়েই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

বিজেপিতে সোনালি

বিজেপিতে সোনালি

একসময়ে মমতার ছায়াসঙ্গী সোনালি গুহও বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁকেও টিকিট দেননি মমতা। সাতগািছয়ার চারবারের জয়ী বিধায়ক সোনালি। বিধানসভায় ডেপুটি স্পিকারের দায়িত্ব সামলেছিলেন তিনি। তারপরেই একুশের ভোটে মমতা তাঁকে ব্রাত্য করেছেন। তাই অভিমানে বিজেপি নাম লেখান সোনালী। অন্যদিকে আবার মালদহের হবিবপুরে প্রার্থী সরলা মুর্মু টিকিট পেয়েও বিজেপিতে যোগ দিয়েছেন। এক কথায় শাসক দলের মুখ পুড়িয়েই বিজেপিতে যোগ দিয়েছেন সরলা।

ত্রিবেন্দ্রর নাটকীয় পদত্যাগের পর নয়া মুখ্যমন্ত্রী পেল উত্তরাখণ্ড! আগামীর ছক কষা শুরু বিজেপিরত্রিবেন্দ্রর নাটকীয় পদত্যাগের পর নয়া মুখ্যমন্ত্রী পেল উত্তরাখণ্ড! আগামীর ছক কষা শুরু বিজেপির

English summary
West Benga Assembly Election 2021: TMC MLA Krisna Chandra Santra write slogan for TMC candidate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X