For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় দফার ভোট শুরু হতেই বাংলায় তৃণমূল-বিজেপির সংঘাত ঘিরে বহু জায়গায় উত্তেজনা, আপডেট একনজরে

  • |
Google Oneindia Bengali News

রাত থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম। ভোটের আগের রাতে নন্দীগ্রামের বুকে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপির দিকে। এদিকে মাস পয়লায় লক্ষ্মীবারে বাংলার দ্বিতীয় দফার ভোটে মেদিনীপুর ছাড়াও একাধিক জায়গায় অভিযোগ , পাল্টা অভিযোগ তৃণমূল ও বিজেপির।

সবং থেকে হলদিয়ায় উত্তেজনা

সবং থেকে হলদিয়ায় উত্তেজনা

হলদিয়ায় ২০২ নম্বর বুথে সিপিএম কর্মীদের নথি কেড়ে নেওয়ার অভিযোগ আসে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এছড়াও সবংয়ে ভোট ঘিরে তৃণমূল বনাম বিজেপি সংঘাতের খবর এসেছে। এছাড়াও কেশপুরে তৃণমূল কর্মী খুনে ৭ জনের গ্রেফতারির খবর সামনে আসলেও চাপা উত্তেজনা এখনও জারি।

ভারতী ঘোষের অভিযোগ

ভারতী ঘোষের অভিযোগ

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসী হলেও, ডেবরায় বিজেপির পোলিং এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ভারতী ঘোষের। বাঁকুড়ার ইন্দাসে ১২ নম্বর বুথে সিআরপিফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পোলিং এজেন্টকে মারধর করার। ময়নার ১২৬ নম্বর বুথে বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুড়ের অভিযোগ শোনা গিয়েছে। তালড্যাংড়ায় সিআরপিএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

 এপিসেন্টার নন্দীগ্রাম

এপিসেন্টার নন্দীগ্রাম

এদিকে নন্দীগ্রামেও উত্তেজনা তুঙ্গে। নন্দীগ্রামের কালিচরণপুরে রাতভর ভোটের আগে বোমাবাজির খবর আসে। এদিকে, গোসাবায় তৃণমূল কর্মীর উপর হামলার খবর উঠতে শুরু করেছে । অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির।

ইভিএম খারাপ

ইভিএম খারাপ

এদিকে, খড়গপুর সদর থেকে এখনও সেভাবে কোনও বড় অভিযোগ আসেনি। মোটের উপর সেখানে এখনও ভোট শান্তিপূর্ণ রয়েছে। এদিকে, ভিভিপ্যাটে বিভ্রাটের খবর রয়েছে বিষ্ণুপুরের কয়েকটি বুথে।

English summary
West begal Second Phase Political unrest between TMC and BJP updates from various districts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X