For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Weather update: উত্তাল সমুদ্র, সিতরাংয়ের জন্য পশ্চিমবঙ্গ-অরণাচল প্রদেশে জারি কমলা সতর্কতা

Weather update: উত্তাল সমুদ্র, সিতরাংয়ের জন্য পশ্চিমবঙ্গ-অরুণাচল প্রদেশে জারি কমলা সতর্কতা

Google Oneindia Bengali News

মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলা গুলিতে প্রভাব পড়তে শুরু করে দিয়েছে সিতরাংেয়র। ঘূর্ণিঝড় ধাপে ধাপে এগিয়ে আসছে উপকূলের দিকে। ২৫ অক্টোবর বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার কথা সিতরাংয়ের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশে কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। বাংলাদেশে ল্যান্ডফল করলেও উত্তর পূর্বের একাধিক রাজ্যে প্রভাব পড়বে সিতরাংয়ের।

উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাস

উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাস

উপকূলবর্তী এলাকায় বাড়ছে জলোচ্ছ্বাস। আরও শক্তিবাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্নিঝড় সিতরাং। বাড়ছে হাওয়ার দাপট। ২৫ অক্টোবর বাংলাদেশের উপকূসলে আছড়ে পড়ার কথা সিতরাংয়ের। তার জন্য আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গে বা ভারতের উপকূলে ল্যান্ডফল না করলেও তার প্রভাব পড়বে। গতকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। পশ্চিমবঙ্গের তিন জেলায় জারু করা হয়েছে বিশেষ সতর্কতা। উপকূলবর্তচী সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা, পূর্বমেদিনীপুরে সমুদ্রের জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে।

পশ্চিমবঙ্গ-অরুণাচল প্রদেশে জারি কমলা সতর্কতা

পশ্চিমবঙ্গ-অরুণাচল প্রদেশে জারি কমলা সতর্কতা

বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় সিতরাংয়ের। তবে ল্যাজের ঝাপটাও কম ভয়াভহ হবে না। সেকারণে আগে থেকেই আইএমডি উত্তর-পূর্বের একাধিস রাজ্যে সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গ এবং অরুণাচল প্রদেশে জারি করা হয়েছে কমলা সতর্কতা। সিতরাংয়ের প্রভাব পড়বে উত্তর পূর্বের একাধিক রাজ্যে ত্রিপুরা, অসম, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ডেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জািনয়েছে হাওয়া অফিস। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে।

 সুন্দরবনে জলোচ্ছ্বাস

সুন্দরবনে জলোচ্ছ্বাস

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী তিন জেলায় আবহাওয়া বদল হতে শুরু করে দিয়েছে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া দফতর জলোচ্ছ্বাসের সতর্কতা দিয়েছে। ৬ ফুট উচ্চতার ঢেউ উঠতে পারে সমুদ্রে। এদিকে আবার আজ অমাবস্যার ভরা কোটালও রয়েছে। কাজেই দুইয়ের জেরে সমুদ্র আরও উত্তাল হবে। সেকারণে আগে থেকেই সতর্কতা জারি করা হয়েছে সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা এবং পর্ব মেদিনীপুরে। সুন্দরবনে জলোচ্ছ্বাসের কারণে একাধিক জায়গায় জল ঢুকতে পারে বসে সতর্কতা জারি করা হয়েছে।

অতিভারী বর্ষণের পূর্বাভাস

অতিভারী বর্ষণের পূর্বাভাস

গতকাল থেকেই মেঘলা আকাশ শহরের। রাত থেকে হালকা বর্ষণও চলছে। সুন্দরবন- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। সোমবার সকাল থেকে ঝোড়ো হাওয়ার দাপটও বাড়তে শুরু করেছে। ৬০ কিলোমিচার বেগে বইছে ঝোড়ো হাওয়া। ল্যান্ড ফলের সময় ৯০ কিলোমিটার বেগেও বইতে পারে ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই এই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। সেকারণে আগে থেকেই সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা সফতরকে সতর্ক করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সবরকম ত্রাণ পরিষেবা।

আনন্দ আর খুশি নিয়ে আসুক আলোর উৎসব, দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরআনন্দ আর খুশি নিয়ে আসুক আলোর উৎসব, দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর

English summary
Weather office predic rainfal today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X