For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় হাড়কাঁপানো ঠান্ডায় ফের বৃষ্টি কি দাপট দেখাবে! কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুজো দিয়ে শুরু হয়েছে। গত কয়েকমাস ধরে একের পর এক পার্বনেই 'বৃষ্টি-অসুর' এর দেখা পেয়েছে বাঙালি। নিম্নচাপের কালো মেঘ কখনও সপ্তমী অষ্টমীর আনন্দ ম্লান করেছে তো কখনও কালীপুজোয় আকাশের মুখ ভার করেছে। উৎসবের মেজাজে জল ঢালার সেই পুরনো অভ্যেস নিয়ে কি বৃষ্টি সরস্বতী পুজোতেও দাপট দেখাবে? একনজরে দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

 আজকের তাপমাত্রা কত?

আজকের তাপমাত্রা কত?

কলকাতা আপাতত জাঁকিয়ে পড়া ঠান্ডার মেজাজে ঘুম ভাঙছে। শহর জুড়ে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। এদিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ১ ডিগ্রি। তবে শুক্রবারের পর থেকে শীত তার নিজস্ব 'পার্টি মুড' জাগিয়ে তুলতে চলেছে উইকেন্ডে!

 উইকেন্ডে ঠান্ডার বহর কেমন হবে?

উইকেন্ডে ঠান্ডার বহর কেমন হবে?

আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী ৪৮ ঘন্টায় শীত আরও জাঁকিয়ে পড়তে চলেছে বাংলা জুড়ে। দক্ষিণ ও উত্তর বাংলার দুই প্রান্তেই তাপমাত্রার পারদ আরও নামতে পারে। জানা গিয়েছে, শনি ও রবিবার শীতের মেজাজ তুঙ্গে রেখে তাপমাত্রার পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি নামতে চলেছে।

শনি ও রবিবার তাপমাত্রা কীরকম থাকবে?

শনি ও রবিবার তাপমাত্রা কীরকম থাকবে?

যাঁরা এখনও শীতে পিকনিকের আনন্দ নিতে পারেননি, তাঁরা এই উইকেন্ডেই তা করে ফেলতে পারেন। কারণ কব্জি ডুবিয়ে পাঁঠার মাংসের স্বাদ নেওয়ার উপযুক্ত মেজাজ পেতে পারেন এই সপ্তাহান্তেই! আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী শনি ও রবিবার তাপমাত্রার পারদ কমছে ১২-১৩ ডিগ্রিতে। ফলে শীত এই সপ্তাহান্তে আরও জাঁকিয়ে পড়তে চলেছে।

 সরস্বতী পুজোতেও কী বৃষ্টি?

সরস্বতী পুজোতেও কী বৃষ্টি?

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহের মঙ্গল থেকে বুধবার ফের একবার বাংলার আবহাওয়ার প্রভাব ফেলতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। আর তার জেরেই ওই দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল। আগামী বুধবার ২৯ জানুয়ারি। সেদিন সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর আবহাওয়ার এই পূর্বাভাসই স্পষ্ট করে দিচ্ছে যে উৎসবে 'অকাল শ্রাবণ' নিয়ে আসতে এখনও বদ্ধ পরিকর আবহাওয়া।

English summary
January 24 Weather update of West Bengal says cold to grip in.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X