For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালবৈশাখীর দাপুটে ব্যাটিং দ্বিতীয় রাউন্ডেও! ৩ রাজ্যে রেকর্ড গড়েছে প্রাক-বর্ষার বৃষ্টি

দ্বিতীয় রাউন্ডেও দাপুটে ব্যাটিং কালবৈশাখীর! ৩ রাজ্যে রেকর্ড গড়েছে প্রাক-বর্ষার বৃষ্টি

Google Oneindia Bengali News

প্রাক-বর্ষা মরশুমের সূচনা হয় যে কালবৈশাখীর হাত ধরে, সেই কালবৈশাখীর সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে মে দিবস থেকে। মে মাসের প্রথম সপ্তাহভর এই কালবৈশাখীর দাপট চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেকেন্ড রাউন্ডের কালবৈশাখী মে-র প্রথম দিন থেকেই শুরু হয়ে গিয়েছে বাংলায়, চলবে ৮ মে পর্যন্ত।

কালবৈশাখীতে ঝড়-বৃষ্টির দাপট শুরু

কালবৈশাখীতে ঝড়-বৃষ্টির দাপট শুরু

হাওয়া অফিসের পূর্বাভাস, শুধু বজ্রবিদ্যুৎ বা শিলাবৃষ্টি নয়, এবার কালবৈশাখীতে থাকবে ঝড়়ের দাপট। অপেক্ষাকৃত বেশি গতিতে হাওয়া বইবে, যাকে ঝোড়ো হাওয়া না বলে ঝড় বলাই শ্রেয়। আর একইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, এবার কালবৈশাখীতে বিহার, ঝাড়খণ্ডের সঙ্গে পশ্চিমবঙ্গেও বৃষ্টি হবে অপেক্ষাকৃত বেশি।

কালবৈশাখীর জেরে বৃষ্টিপাত হয়েছে রেকর্ড পরিমাণ

কালবৈশাখীর জেরে বৃষ্টিপাত হয়েছে রেকর্ড পরিমাণ

ইতিমধ্যেই তিন রাজ্যে কালবৈশাখী দাপট দেখিয়েছে। অসম থেকে বিহার হয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ ও বঙ্গোপসাগরে আর এক নিম্নচাপের দাপটে জলীয় বাষ্প ঢুকে তিন রাজ্যে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছে। এবার কালবৈশাখীর জেরে বৃষ্টিপাত হয়েছে রেকর্ড পরিমাণ। স্বাভাবিকের থেকে এবার বৃষ্টিপাতের পরিমাণ প্রভূত পরিমাণ বেশি।

একনজরে বৃষ্টির পরিমাণ কালবৈশাখীর প্রথম রাউন্ডে

একনজরে বৃষ্টির পরিমাণ কালবৈশাখীর প্রথম রাউন্ডে

হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, ১ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে যথাক্রমে ২২.২ মিলিমিটার, ৩২.৬ মিলিমিটার এবং ৭৬.৩ মিলিমিটার। কিন্তু এবার এই দু-মাসে বৃষ্টি হয়েছে যথাক্রমে ৯৮.৭ মিলিমিটার, ১৪০.৭ মিলিমিটার এবং ১২৯.১ মিলিমিটার। বৃষ্টিপাতের পরিমাণ বেশি যথাক্রমে ৩৪৫ শতাংশ, ৩৩২ শতাংশ এবং ৬৯ শতাংশ।

দ্বিতীয় রাউন্ডেও দাপুটে ব্যাটিং শুরু কালবৈশাখীর

দ্বিতীয় রাউন্ডেও দাপুটে ব্যাটিং শুরু কালবৈশাখীর

হাওয়া অফিস জানিয়েছে, প্রাক বর্যার বৃষ্টিতে সংক্ষিপ্তি ছেদের পর দ্বিতীয় দফায় শুরু হয়েছে ১ মে থেকেও। এদিন রাজ্যের বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে দুপুরের পর থেকে। এ সপ্তাহভর বৃষ্টির এই দাপট চলবে। দুই নিম্নচাপ রেখা এখনও সক্রিয় থাকায় তিন রাজ্যকে ডুবাবে কালবৈশাখী। আবার ঝড়ের দাপটে তছনছও করবে আপাতত ৮ মে পর্যন্ত।

English summary
Weather update of West Bengal and Kolkata, rain is continuing in second round Kalbaishakhi due to depression on Bay of Bengal. Weather office forecasts the message of second round kalvaishakhi in pre-rainy season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X