শেষ হতে চলল নভেম্বর, শীতের শুরু কবে, কী বলছে হাওয়া অফিস
দেখতে দেখতে ক্যালেন্ডারে মাসের কাঁটা নভেম্বর পেরিয়ে ডিসেম্বরে পড়তে চলেছে। হাতে গোনা আর মাত্র পাঁচ দিন বাকি। এসময় শীতের আমেজ থাকে জমজমাট। কিন্তু এবছর এখনও শীতের সুখবর দিতে পারল না হওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রের খবর, এখনই পড়ছে না জাকিয়ে শীত। শীতের আমেজ একইরকম থাকবে, অসমের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা থাকায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পরেই রাজ্যে ঢুকবে শীত।
তবে অন্যদিকে খুশির খবর ও শুনিয়েছে হওয়া অফিস। উত্তর-পশ্চিমের শীতল বায়ুর প্রবাহপথে কোনও বাধা নেই আপাতত। জম্মু-কাশ্মীরে নতুন করে তুষারপাত হয়েছে দুদিন আগে। ফলে নিম্নচাপ লাগলেই শীতল বায়ুপ্রবাহ অব্যাহত থাকবে। সপ্তাহের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শুরুতে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমতে থাকবে। কোথাও কোথাও ১৫ ডিগ্রির নীচে নেমে যেতে পারে জানিয়েছে আবহাওয়াবিদেরা।