
Weather Update: ফাল্গুনের শুরুতেও মাঘের শীত! ২৪ ঘন্টায় বাংলার আবহাওয়া কেমন থাকবে, একনজরে পূর্বাভাস
সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে ফাল্গুনের শুরুতে শীতের আমেজ বহাল যথারীতি। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল সোমবারের মতোই। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টাতেও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে একমাত্র দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার কালিম্পং-এও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরের তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সোমবারের মতো কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নিচে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১২.৭ (১১.৮)
বালুরঘাট ১৩ (১৩.২)
বাঁকুড়া ১২.৩ (১২)
ব্যারাকপুর ১১.৬ (১১.৮)
বহরমপুর ১৩.২ (১৪)
বর্ধমান ১৫ (১৫)
ক্যানিং ১২.৬ (১২.৬)
কোচবিহার ৭.৪ ( ৮.৭)
দার্জিলিং ৪.৬ (৩.৪)
দিঘা ১৩.৭ (১২.৫)
কলকাতা ১৪.১ ( ১৪.১)
মালদহ ১৪.৯ (১৪.৮)
পানাগড় ১০.৫ (১০.৯)
পুরুলিয়া ১০.৫ (১০.১)
শিলিগুড়ি ৮.৮ (১০)
শ্রীনিকেতন ১১.৪ (১১)

বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত, বাড়বে তাপমাত্রা
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে ১৭ ফেব্রুয়ারি রাত থেকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে শুরু করবে পশ্চিম হিমালয় অঞ্চলে। আগামী দুদিন ধীরে ধীরে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে পূর্বভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা ২৪ ঘন্টা পর থেকে বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।