Weather Update: পৌষের আগেই স্থায়ী হবে কনকনে ঠান্ডা, বাড়বে কুয়াশাও! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট
এদিক সকালের দিকে ছিল উত্তরে হাওয়া। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শনিবারের থেকে সামান্যই নেমেছে। শনিবার তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার সকালে সেই তাপমাত্রা কমে হয়েছে ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিন দুয়েকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (weather) অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। পাশাপাশি আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে সর্বত্র আবহাওয়া শুকনো থাকারই সম্ভাবনা। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে তার পরের তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে সামনের সপ্তাহেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। রবিবার হল অগ্রহায়ণ মাসের ২৫ তারিখ। মাস শেষ বৃহস্পতিবার। সেক্ষেত্রে বাংলা অগ্রহায়ণেই কড়া শীতের পর্ব শুরু হয়ে যেতে পারে। পাশাপাশি কলকাতার ন্যূনতম তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এব্যাপারে সোমবার বিষয়টি জানাতে পারবে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। আবহাওয়াও শুকনো থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫.২
বালুরঘাট ১৩.৮ (১৮.৫)
বাঁকুড়া ১৫.৫ ( ১৮)
ব্যারাকপুর ১৮.২ (১৭)
বহরমপুর ১৪.৬ (১৪.৮)
বর্ধমান ১৬ (১৬.৮)
ক্যানিং ১৮ ( ১৭.৪)
কোচবিহার ১১.৮ (১০.৪)
দার্জিলিং ৫ (৬)
দিঘা ১৮.৮ ( ১৮.১)
কলকাতা ১৮.২ (১৮.৬)
মালদহ ১৫.৯ ( ১৯)
পানাগড় ১৩.৬ (১৬.৫ )
শিলিগুড়ি ১২.৩ ( ১১)
শ্রীনিকেতন ১৪.২ ( ১৬.২)

জাঁকিয়ে শীত উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে
একদিকে যেমন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের বাধা কেটেছে, অন্যদিকে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে শীত জাঁকিয়ে পড়েছে। উত্তর-পূর্বের সবকটি রাজ্যের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে প্রবল কুয়াশার কবলে পড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দেশের পূর্বের রাজ্যগুলিতে আগামী দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে। অন্যদিকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরি, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের কোনও কোনও জায়গায়। তবে দেশের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে।