
Weather Update: সকাল থেকে বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! একনজরে বংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সকালে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ আশপাশের এলাকায়। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস এদিন দক্ষিণবঙ্গের (North Bengal) বিভিন্ন জায়গায় কম-বেশি বৃষ্টি হবে। বাদ যাবে না উত্তরবঙ্গও (North Bengal)।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ জুলাই রবিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ৩ জুলাই বৃষ্টি অনেকটাই কম হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গ জুড়েই। কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।তবে সোমবার ফের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৪ জুলাই সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাসআপাতত নেই। তবে পূর্ব-পশ্চিম অক্ষরেখা দক্ষিণবঙ্গমুখী। সেই কারণে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, এদিন উপকূলের কাছের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক বৃদ্ধির সম্ভাবনা।
তবে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না, বলা হয়েছে পূর্বাভাসে।

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশ থাকবে। সঙ্গে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৫ (২৫.৮)
বহরমপুর ২৬ (২৫.৪)
বাঁকুড়া ২৫.৯ (২৬.৩)
বর্ধমান ২৪.২ (২৫ )
কোচবিহার ২৬.৬ (২৬.১)
দার্জিলিং ১৬ (১৬.৮)
দিঘা ২৫ (২৭.৭)
কলকাতা ২৭.২ (২৭.৬)
দমদম ২৭.১
কৃষ্ণনগর ২৭.৮ (২৭.৬)
মালদহ ২৭.৭ (২৬.৮)
মেদিনীপুর ২৬.২ (২৭.৫)
শিলিগুড়ি ২৫.৪ (২৫.২)
শ্রীনিকেতন ২৬.১ (২৭)

২-৩ দিনে দেশের পুরো অংশে বর্ষা
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পঞ্জাব ও হরিয়ানার সমগ্র অংশে পৌঁছে গিয়েছে। ১ জুলাই তা রাজস্থানের বড় অংশে পৌঁছেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মৌসুমী বায়ু আগামী ২-৩ দিনের মধ্যেরাজস্থান ও গুজরাতের সমগ্র অংশে পৌঁছে যাবে। আর তা হলেই মৌসুমী বায়ু দেশের সব অংশেি পৌঁছে যাবে।