
Weather update: ফের পারদ পতনের ইঙ্গিত, মাঘের শেষেও কাঁপাবে শীত
ধীরে ধীরে কাটছে মেঘ। সকালের িদকে ঘন কুয়াশায় ঢাকা ছিল শহরের আকাশ। দৃশ্যমানতা একেবারেই কমে গিয়েছিল। যার জেরে সকালের দিকে বিমান ওঠানামাতেও সমস্যা হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটেছে। রোদের দেখা মিলেেছ। হাওয়া অফিস বলছে মেঘ কাটলেই ফের পারদ পতন হবে রাজ্যে। অর্থাৎ মাঘের শেষে কাঁপাবে শীত।


মেঘ কাটছে
বৃষ্টির ঝঞ্ঝাট সামলে ফের পরিষ্কার আকাশের দেখা মিলবে। আজ েথকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে মেঘ কাটতে শুরু করেছে। সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা ছিল শহরের আকাশ। সেই মেঘ কেটে ধীরে ধীরে রোদের দেখা মিলেছে। সকালের দিকে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে বিমান ওঠানামায় দেরী হয়েছে। ট্রেন চলাচলেও সমস্যা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে ধীরে ধীরে মেঘ কাটতে শুরু করবে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে।

ফের পারদ পতন
ফের পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘ কাটতে শুরু করলেই ফের তাপমাত্রা নামতে শুরু করবে। শনিবার থেকে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকালের দিকে থাকবে কুয়াশা। আর বেলা বাড়লে দেখা মিলবে রোদ ঝলমলে পরিষ্কার আকাশের। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আর নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবারও পশ্চিমী ঝঞ্ঝা
আপাতত বৃষ্টির ধাক্কা সামলে ওঠা গেলেও রবিবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আকাশে। যার জেরে উত্তুরে হাওয়া বাধা প্রাপ্ত হবে।তার জেরে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ চড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তর বঙ্গের আবহাওয়া আপাতত বষ্টির ভ্রুকুটি রয়েছে। উত্তর বঙ্গের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে তাপমাত্রা কমবে। দু'দিনে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।