For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘আম্ফানে’র পর কি আরও এক মহাপ্রলয় আসছে! হাওয়া অফিসের পূর্বাভাসে কী ইঙ্গিত

‘আম্ফানে’র পর কি আরও এক মহাপ্রলয় আসছে! হাওয়া অফিসের পূর্বাভাসে কী ইঙ্গিত

Google Oneindia Bengali News

আম্ফান বা উম্পুনের পথ ধরে কি ধেয়ে আসছে আরও এক ঘূর্ণিঝড়? তা নিয়ে গুজব ছড়িয়েছে বাংলায়। বিশেষ করে আম্ফানের ভয়াবহতা দেখার পর বঙ্গবাসী ভয়ে কাঁটা পরবর্তী ঘূর্ণিঝড়ের আগমন-আশঙ্কায়। তবে আবহাওয়া দফতর স্পষ্ট করে দিয়েছে বাংলার জন্য এখনই সেই ধরনের কোনও দুঃসংবাদ নেই।

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, কী জানাল হাওয়া অফিস

ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, কী জানাল হাওয়া অফিস

তবে কি ঝড়ের সম্ভবনা রয়েছে? বর্যারই বা খবর কী? আর কতদূরে মৌসুমী বায়ু? তার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টও সেই একই বার্তা দিয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ১০ দিনে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই।

আরবে বাসা নিম্নচাপের, মৌসুমী বায়ুর ভবিষ্যৎ কী

আরবে বাসা নিম্নচাপের, মৌসুমী বায়ুর ভবিষ্যৎ কী

ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি স্পষ্ট জানিয়েছে, বঙ্গোপসাগরে এখনই কোনও ঘূর্ণিঝড় বাসা বাঁধছে না। তবে আরব সাগরে জুনের প্রথমেই সৃষ্টি হতে পারে একটি নিম্নচাপ। সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ না নিলেও, এই পথ ধরেই ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে জানিয়ে দিয়েছে আইএমডি।

ঘূর্ণিঝড়ের আভাস নেই, নিশ্চিন্ত করেছে হাওয়া অফিস

ঘূর্ণিঝড়ের আভাস নেই, নিশ্চিন্ত করেছে হাওয়া অফিস

আম্ফান বা উম্পুন চলে যাওয়ার পর পাঁচ দিন কেটে গিয়েছে। এখন বাংলায় দুর্যোগের ক্ষত দগদগে। স্বাভাবিক হতে সময় লাগবে এখনও বেশ কিছু দিন। এর মধ্যে কালবৈশাখী হতে পারে। তেমনই পূর্বাভাস মিলেছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। ফলে বাংলায় ঝড়-বৃষ্টি হবে। ঝোড় হাওয়া বইবে। কিন্তু ঘূর্ণিঝড়ের আভাস নেই, নিশ্চিন্ত করেছে হাওয়া অফিস।

নাম অনুযায়ী যে ঘূর্ণিঝড় আসবে সর্বাগ্রে

নাম অনুযায়ী যে ঘূর্ণিঝড় আসবে সর্বাগ্রে

উল্লেখ্য, ২০০৪ সালে যে তালিকা তৈরি হয়েছিল সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের, তা শেষ হয়ে গিয়েছে। নতুন ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম এখনও স্থির হয়ে গিয়েছে। এরপর যে ঘূর্ণিঝড় আসবে তার নাম হবে নিসর্গ। তারপর আসবে গতি ও নিভার। এই তিন নাম দিয়েছে যথাক্রমে বাংলাদেশ, ভারত ও ইরান।

নিম্নচাপের পথ ধরে প্রবেশ করবে মৌসুমী বায়ু

নিম্নচাপের পথ ধরে প্রবেশ করবে মৌসুমী বায়ু

জুনের প্রথম সপ্তাহে আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ যদি ঘূর্ণিঝড় বা সাইক্লোনে পরিণত হয়, তবে তার নাম হতে পারে নিসর্গ। তবে এ ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে- এমন সম্ভাবনা তৈরি হয়নি এখনও। এখন এই নিম্নচাপের পথ ধরে মৌসুমী বায়ু প্রবেশ করবে এবং সঠিক সময়েই এবার বর্যা আসবে দেশে।

করোনা সংক্রমণে এএসআই-র মৃত্যু, উদাসীনতার অভিযোগে গরফা থানায় বিক্ষোভ, ভাঙচুর পুলিসকর্মীদেরকরোনা সংক্রমণে এএসআই-র মৃত্যু, উদাসীনতার অভিযোগে গরফা থানায় বিক্ষোভ, ভাঙচুর পুলিসকর্মীদের

English summary
Weather update in West Bengal : Cyclone rumors spreading in Bengal after Super Cyclone 'Amphan' gone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X