
সকাল থেকেই মেঘলা আকাশ, ভ্যাপসা গরমে চরম অস্বস্তি! বৃষ্টি কি আজ হবে?
সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝে মধ্যেই সূর্যের দেখা মিললেও বেশির ভাগ সময়টাই মেঘের আড়ালে লুকিয়ে। শুধু তাই নয়, পরিবেশে আদ্রতা'র পরিমাণ বেশি থাকায় এমন চরম অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই অবস্থা আরও বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া দফতর।
একটা গুমোট ভাব তার সঙ্গে ঘাম সব মিলিয়ে একেবারে গলগঘর্ম অবস্থা সাধারণ মানুষের। সবার একটাই প্রশ্ন, আজ কি বৃষ্টি হবে বাংলায়?

উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা।
ইতিমধ্যে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়েছে। মূলত জুনমাসের ছয়-সাত তারিখ নাগাদ উত্তরবঙ্গে বর্ষা ঢোকে। কিন্তু এবার অনেকটাই আগেই উত্তরে ঢুকে পড়েছে বর্ষা। আর সেই কারনে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে সেখানে। এমনকি ধীরে ধীরে বৃষ্টির পরিমাণও বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে শিলিগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় শুক্রবার থেকে বৃষ্টি হয়েছে। তবে আজ শনিবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের একাধিক জায়গাতে হবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি
যদিও উত্তরবঙ্গে স্বস্তির বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি। তবে নির্ধারিত সময়ের আগেও বর্ষা দক্ষিণেও ঢুকে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস জানাচ্ছে, যেহেতু নির্ধারিত সময়ের আগে উত্তরে বর্ষা ঢুকে পড়েছে সেহেতু দক্ষিণে পরিস্থিতি তৈরি হওয়া সময়ের অপেক্ষা। মূলত ১১ তারিখ নাগাদ বাংলায় বর্ষা ঢোকে। কিন্তু এবার অনেক হিসাবই বদলে যাচ্ছে। তবে কয়েকদিনের মধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণের একাধিক জেলাতে শুরু হয়ে যাবে বলেই পূর্বাভাস।

বৃষ্টি'র পূর্বাভাস হাওয়া অফিসের
অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত এই বৃষ্টি হবে। শুধু তাই নয়, রবিবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টি হবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি শুরু হলেও অস্বস্তি বজায় থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। আদ্রতা পরিবেশে অনেক বেশি থাকার কারণেই এমন অস্বস্তি রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, বর্ষার আসার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে বলেও জানাচ্ছেন হাওয়া অফিস।

কলকাতায় বৃষ্টি হবে?
জানা যাচ্ছে আজ শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকলেও কলকাতায় বৃষ্টির সামান্য সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রী। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 89 শতাংশ।

একটি ঘূর্ণাবর্ত রয়েছে
পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত এটি বিহার উত্তরবঙ্গ এবং আসাম এর উপর দিয়ে বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। যার জেরে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।