For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভরা কোটালের সঙ্গে নিম্নচাপের দাপট আজ বাংলায় , আবহাওয়ার রিপোর্টে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি

Google Oneindia Bengali News

ভরা কোটালের হাত ধরে আজ রাজ্যে সমুদ্র তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। এর আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের (Depression) হাত ধরে রাজ্যে বর্ষার (Monsoon) আগমনের বার্তা ছিল আবহাওয়ার রিপোর্টে (Weather Report)। এর সঙ্গে ভরা কোটালের আতঙ্ক সংযুক্ত হয়ে এদিন নতুন করে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি হয়েছে।

শুক্রবার ভরা কোটাল

শুক্রবার ভরা কোটাল

শুক্রবার রাজ্যে রয়েছে ভরা কোটালের পূর্বাভাস। প্রসঙ্গত, ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি যখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে, তখনই এই ভরা কোটাল নয়া উদ্বেগের জন্ম দিয়েছে। এখনও বাংলার উপকূলবর্তী একাধিক এলাকা জলমগ্ন রয়েছে। তার ওপর ভরা কোটালের প্রভাব কী হতে পারে তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। এই নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে এলকাবাসীকে।

 দিঘায় জলোচ্ছ্বাস

দিঘায় জলোচ্ছ্বাস

এদিকে ভরা কোটালের দিনে এদিন সকাল থেকেই দিঘায় জলোচ্ছ্বাস দেখা দিচ্ছে। ইতিমধ্যেই এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

 উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ

এদিকে, শুক্রবারই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচার তৈরি হচ্ছে বলে খবর। এই নিম্নচাপের জেরে বাংলায় মৌসুমী বায়ুর প্রবেশ হবে। জানা গিয়েছে, এই নিম্নচাপ ওড়িশায় ঢোকার আগেই শক্তি বাড়িয়ে নেবে। যার ফলে বাংলায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত মাঝারি থেকে হালকা হতে পারে।

 ১৪ জুনের মধ্যে ভারী বৃষ্টিপাত

১৪ জুনের মধ্যে ভারী বৃষ্টিপাত

আবহাওয়া দফতর সূত্রের খবর ১৪ জুনের মধ্যে বাংলা সব জেলাতেই কার্যত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দুই ২৪ পরগনা , হাওড়া মেদিনীপুর , কলকাতা ও তার সংলগ্ন এলাকায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে । ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও বর্ধমানে।

হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে

হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে

এদিকে বৃষ্টির দেরে ১১ থেকে ১৪ জুনের মধ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এরমধ্যে কলকাতা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া রয়েছে।

৩০-৪০ কিমি বেগে ঝড়

৩০-৪০ কিমি বেগে ঝড়

এদিকে, উপকূলের তিন জেলায় সতর্কতা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ৩০ থেকে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ১১ থেকে ১৩ জুনের মধ্যে এই তিন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়ার রিপোর্ট বলছে, উত্তরবঙ্গে ১২ জুন শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ারে। ১৩ জুন রবিবার ও ১৪ জুন সোমবার ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হবে। বৃষ্টি হবে দার্জিলিং এ। ১৪ জুন বৃষ্টি হতে পারে দুই দিনাজপুর ও মালদহে।

English summary
Weather Update and forecast of Monsoon in West Bengal and Kolkata for 11 June 2021 in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X