For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরবঙ্গে আরও ঠান্ডা, দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা, কলকাতা ও দক্ষিণের ভাগ্যে কী

বছরের শেষলগ্নের স্লগ-ওভার-কে জমিয়ে দিল ঠান্ডা। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যেও পারদ আরও নামছে। উত্তরবঙ্গে ঠান্ডার মাত্রা আরও নামবে বলেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

Google Oneindia Bengali News

বছরের শেষলগ্নের স্লগ-ওভার-কে জমিয়ে দিল ঠান্ডা। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যেও পারদ আরও নামছে। উত্তরবঙ্গে ঠান্ডার মাত্রা আরও নামবে বলেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। প্রায় শৈত্য-প্রবাহের মতো পরিস্থতি তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই আবহাওয়ার জেরে দার্জিলিঙেও ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে ঠান্ডার সঙ্গে প্রবল কুয়াশার দাপটও দেখা যাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ২৮ ও ২৯ ডিসেম্বর এই কুয়াশার দাপট সবচেয়ে বেশি থাকবে। ৩০ ও ৩১ ডিসেম্বর সারা উত্তর-পূর্ব ভারতে কুয়াশার দাপট থাকার পূর্বাভাসও দেওয়া হয়েছে। যার জন্য এই সময়ে উত্তরবঙ্গে কুয়াশার ঘেরাটোপ কাটার সম্ভাবনা কম। এদিকে কলকাতার সর্বোচ্চ ও সর্বিনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ থেকে ১.৫ ডিগ্রি নিচে থাকবে বলেও জানানো হয়েছে। ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রকোপ ভালমতোই অনুভূত হবে। উত্তর ভারত ও পশ্চিম ভারতে শৈত প্রবাহের সতর্কতা জারি হয়েছে। এই শৈত প্রবাহের জেরেই কলকাতা ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকছে। তবে ২৭ তারিখ ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

কালিম্পং-এ সর্বনিম্ন তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসে নামলেও দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। উত্তরবঙ্গে ঠান্ডার পড়়ার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে কোচবিহার। এরপর যথাক্রমে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, বালুরঘাট ও মালদহ।

পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

এই অঞ্চলে ঠান্ডা পড়ার দিক থেকে এগিয়ে রয়েছে শ্রীনিকেতন। সামনেই পৌঁষমেলা। তার আগে শ্রীনিকেতনের তাপমাত্রা নেমে গিয়েছে ৮.১ ডিগ্রি সেলসিয়াস-এ। এরপর যথাক্রমে রয়েছে আসানসোল, বাঁকুড়া , বর্ধমান, কলাইকুণ্ডা ও মেদিনীপুর।

দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)

দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)

দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রারও যথেষ্ট পতন হয়েছে। দমদম, বহরমপুর, হলদিয়া, ডায়মন্ড হারবারের সর্বনিম্ন তাপাত্রা ৯ ডিগ্রির আশপাশে রয়েছে। কৃষ্ণনগর, ব্যারাকপুর-এর তাপমাত্রা ১০ ডিগ্রি-তে ঘোরাফেরা করছে। দীঘা ও ক্য়ানিং-এর তাপমাত্রা ১১ডিগ্রির আশাপাশে ঘোরাফেরা করছে। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রাও ১৩ ডিগ্রির আশপাশে।

English summary
North Bengal will get more coolest situation and South Bengal will have a cold feeling, the weather report claims.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X