সপ্তাহ শেষের তুমুল বৃষ্টিতে ভিজবে বাংলার কোন এলাকা! একনজরে আবহাওয়ার রিপোর্ট
সপ্তাহ শেষের তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রবল বৃষ্টিপাত সপ্তাহ শেষে দেখা যেতে পারে। বাংলার কোন কোন এলাকায় এমন বৃষ্টিপাত হবে, দেখে নেওয়াক, আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী।

ভারী বৃষ্টির আশঙ্কা
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের উইকএন্ড বর্ষাময় কাটতে চলেছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি র আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি এলাকায়।

কোন কোন জেলায় বৃষ্টির আশঙ্কা?
জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। এই জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

২০০ মিলিমিটার বৃষ্টির আশঙ্কা
আবহাওয়ার রিপোর্ট বলছে, আগামী দু'দিন প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরভাগের একাধিক জায়গায়। যার জেরে বহু এলাকাতেই জলস্তর বাড়তে পারে নদীগুলির। বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।

কলকাতার আবহাওয়া ও দক্ষিণ বঙ্গ
কলকাতা সহ দক্ষিণবহ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদে সপ্তাহের শেষ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দুই দিনাজপুরে। এদিকে, কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। আর্দরতার পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ।

{quiz_211}