সাগরে নিম্নচাপ! পুজোয় পশ্চিমবঙ্গের জন্য হলুদ ও কমলা সতর্কবার্তা আবহাওয়া দফতরের
এবারের পুজোয় (durga puja) একদিকে যেমন করোনার (coronavirus) ভয় অন্যদিকে, তেমনই প্রবল বৃষ্টির সতর্কবার্তা। আবহাওয়া দফতরের তরফ থেকে ইতিমধ্যেই হলুদ ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে।

হলুদ সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফ থেকে ২২ অক্টোবরের জন্য দক্ষিণবঙ্গের ৩ জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে এইদিন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

কমলা সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফ থেকে ২২ অক্টোবরের জন্য দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায়।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

সমুদ্রের পরিস্থিতি
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে ২১ অক্টোবর নাগাদ মধ্য বঙ্গোপসাগরের পরিস্থিতি খুব খারাপ। অন্যদিকে, ২২ ও ২৩ অক্টোবর উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের পরিস্থিতি খারাপ থাকবে। উত্তর বঙ্গোপসাগরের পরিস্থিতি খারাপ থাকবে ২৪ অক্টোবর নাগাদ।

আবহাওয়ার ওপরে প্রভাব
নিম্নচাপের প্রভাবে ২২ থেকে ২৪ অক্টোবরের মধ্যে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও ২৩ ও ২৪ অক্টোবরের মধ্যে ঘন্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলিতে। ২৩ ও ২৪ অক্টোবর নাগাদ কলকাতা ছাড়াও উপকূল এলাকাগুলিতে জল জমে যেতে পারে বলে জানানো হয়েছে। উপকূলের জেলাগুলিতে মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে।

উপকূলের সতর্কতা জারি
সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় দিঘা, মন্দারমনি, শঙ্করপুর, সাগরে সতর্কতা জারি করা হয়েছে। কেননা ইতিমধ্যেই অনেকই পুজোর ছুটি কাটাতে এইসব অঞ্চলে গিয়েছেন, কিংবা যাচ্ছেন। ২২ থেকে ২৪ অক্টোবরের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সুন্দরবন এলাকায় ২৩ ও ২৪ অক্টোবরের জন্য ফেরি সার্ভিস বন্ধ রাখার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

নিম্নচাপের ভ্রুকুটিতে অশনি সংকেত পুজোর বাংলায়! ৫ দিনের টানা বৃষ্টিতে মাটি হবে আনন্দ