For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবহাওয়ার খবর: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টির দুর্যোগ আসন্ন! বহু জেলায় নাগাড়ে বর্ষণের পূর্বভাস

  • |
Google Oneindia Bengali News

গত সপ্তাহের রবিবার গোটা কলকাতা দেখেছে দুর্যোগের আবহাওয়া। এরপর চলতি সপ্তাহের রবিবাসরীয় কলকাতাও বর্ষণে সিক্ত হতে চলেছে বলে খবর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জোড়া ঘূর্ণাবর্তের জেরে ফের একবার শনিবার থেকেই প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে গোটা রাজ্যে। বাংলার বিভিন্ন প্রান্তে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে এই ঘূর্ণাবর্তের দাপটে। দক্ষিণবঙ্গের একাধিক উপকূল সংলগ্ন জেলা আগামী কয়েকদিন ফের বৃষ্টিস্নাত হতে চলেছে বলে খবর।

 দুর্গাপুজোর আগে প্রবল বর্ষণ আসন্ন

দুর্গাপুজোর আগে প্রবল বর্ষণ আসন্ন

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, দুর্গাপুজোর আগে এখনও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে বাংলায়। এই বছর বর্ষা লম্বা ইনিংস খেলার মেজাজে রয়েছে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, বাংলার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের আশঙ্কা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার সকালে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের আকাশে আপাতত দক্ষিণবঙ্গের মতো দুর্যোগের কালো মেঘ নেই। শনিবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বর্ষণের আশঙ্কা নেই। তবে বিক্ষিপ্ত বর্ষণে কোনও কোনও জায়গা বর্ষণ সিক্ত থাকতে পারে।

 দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় ভারী বর্ষণ হবে?

দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় ভারী বর্ষণ হবে?

কালো মেঘে ঢাকতে চলেছে দক্ষিণবঙ্গের আকাশ। একাধিক জেলায় ইতিমধ্যেই প্রবল বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, রবিবাসরীয় বর্ষণে দুর্যোগের ঘনঘটা শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। ভারী বর্ষণ হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগানাতে।

ঘূর্ণাবর্ত কোথায়?

ঘূর্ণাবর্ত কোথায়?

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মায়ানমার সংলগ্ন উপকূলে ও গালস অফ মার্তাবানে তৈরি হয়েছে নয়া ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের অবস্থান ধীরে ধীরে সরে এসে উত্তর পশ্চিম দিকে এগিয়ে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব সীমানায় অবস্থান করতে শুরু করবে বলে খবর। সেখানেই একটি আবহাওয়া সংক্রান্ত প্রক্রিয়া তৈরি হবে। ফলে শনিবার পূর্ব ও সল্গন্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ক্রমশ এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসতে পারে। আর তারফলেই দক্ষিণবঙ্গে উপকূল সংলগ্ন এলাকায় প্রবল বর্ষণ হতে পারে। এরফলে সপ্তাহান্তে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে । এদিকে, মৌসুমী অক্ষরেখা ওড়িশার বালাসোর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তারলাভ করেছে। এই পরিস্থিতি বাদে রাজস্থানে একটি নয়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ফলে বর্ষণের মাত্রা আপাতত কমবে না বলে মনে করা হচ্ছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আপাতত কল্লোলিনী তিলোত্তমা জলযন্ত্রণায় জেরবার। তারমধ্যে স্বস্তির খবর শুক্র ও শনিবার সেভাবে শহরে বর্ষণের আশঙ্কা নেই। শনিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা । রবিবার থেকে হতে পারে ভারী বর্ষণ। ফলে ফের একবার রবিবাসরীয় বর্ষণে ভিজতে চলেছে কলকাতা।

আরও এক নিম্নচাপের আগমন

আরও এক নিম্নচাপের আগমন

এদিকে দক্ষিণ পশ্চিম ঝাড়খন্ড সংলগ্ন ছত্তিশগড়ে আরও একটি নিম্নচাপ সংগঠিত হয়েছে বলে জানা গিয়েছে। এই নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যেতে পারে বলে জানা যায়। এদিকে, এই শক্তিশালী নিম্মচাপের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা ওড়িশার বালাসোরের ওপর দিয়ে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। এদিকে আইএমডির রিপোর্ট অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবলহারে বর্ষণ শুরু হতে পারে এই নিম্নচাপের ভ্রূকুটির জেরে। এর আগে সোমবারই প্রায় ১৪২ মিলিমিটার বর্ষণে ভিজেছে শহর কলকাতা। এরপর গত সপ্তাহের রবিবার মধ্য রাত থেকে শুরু হওয়া বৃষ্টির পর এই সপ্তাহেও ফের প্রবল বর্ষণ শুরু হতে পারে বলে জানা গিয়েছে। সেই জায়গা থেকে নিম্নচাপের ভ্রুকূটি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাথায় থেকে যাবে তা বলাই বাহুল্য।

অক্টোবর পর্যন্ত দাপট ধরে রাখবে বর্ষা

অক্টোবর পর্যন্ত দাপট ধরে রাখবে বর্ষা

এদিকে, অক্টোবর পর্যন্ত নিজের দাপট ধরে রাখবে বর্ষা। এদিন এমনই পূর্বাভাস দিয়েছে আইএমডি। আইএমডির তরফে আগেই জানানো হয় যে , এবারে বর্ষা বহুদিন ধরেই থেকে যাওয়ার ট্রেন্ড দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে মনে করা হচ্ছে অক্টোবরের কিছুটা অংশ পর্যন্ত বর্ষার প্রভাব থেকে যাবে। তবে বর্ষার ফিরে যাওয়া আর ১০ দিনের মাথায় শুরু হবে বলে জানা যাচ্ছে। সেই জায়গা থেকে পুজোর আগে বাঙালি আপাতত ভাল আবহাওয়ার মুখাপেক্ষী।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Massive Rain to hit West Bengal in next 48 hours. Heavy rain will continue till Monday due to low pressure area says MET department.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X