মৌসুমী বায়ুর বিদায় লগ্ন উপস্থিত! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন সতর্কবার্তা
কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্য থেকে এবারের মতো মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সময় চলে এসেছে।

বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা
আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে। যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোথাও। তবে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও, সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৫
বালুরঘাট ২৫.৮
বাঁকুড়া ২৬.৬
ব্যারাকপুর ২৬.৮
বহরমপুর ২৬.২
বর্ধমান ২৫
ক্যানিং ২৭.৬
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৭.৭
কলকাতা ২৬.৭
মালদহ ২৭.২
পুরুলিয়া ২৫
শিলিগুড়ি ২৪.৪
শ্রীনিকেতন ২৬
আমলকি খেয়ে সুস্থ হোন! অগ্নিমিত্রা পালকে অনুপম হাজরার উপদেশ নিয়ে জল্পনা