পুজো শেষেই শীতের আবহ! রাজ্য থেকে বর্ষার বিদায় কবে, জানাল হাওয়া অফিস
ভোরের দিকে কিছুটা ঠাণ্ডার আবহ। কিন্তু দিন হলেই কোথাও কোথাও ভ্যাপসা গরম। এই পরিস্থিতি বজায় ছিল সোমবারেও। অথচ রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার ঘন্টা বেজে গিয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, এই সপ্তাহেই রাজ্য থেকে বিদায় নেবে মৌসুমী বায়ু(monsoon)।
ধারাল অস্ত্রের কোপ কোচবিহারের প্রভাবশালী তৃণমূল নেতাকে! এক হামলাকারীকে গণপিটুনি

সাধারণভাবে রাজ্য থেকে বর্ষা বিদায় নেয় ১৪ অক্টোবর
সাধারণভাবে রাজ্য থেকে বর্ষা বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। কিন্তু এবছরে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বর্ষা বিদায়ে দেরি। নিম্নচাপের পূর্বাভাস অনুযায়ী অষ্টমীতে বৃষ্টি হওয়ার কথা থাকলেও, নিম্নচাপটি বাংলাদেশের দিকে সরে যাওয়াতে পুজোর দিনগুলি ভালভাবেই কেটে যায়।

রাজ্যের বেশ কিছু জেলা থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায়
রাজ্যের বেশ কিছু জেলা থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে। যার মধ্যে বেশিরভাগই উত্তরবঙ্গের জেলা। এছাড়াও দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর থেকে বর্ষা আংশিক বিদায় নিয়েছে।

রাজ্য থেকে পুরোপুরি বর্ষা বিদায় ২৮ অক্টোবর
রাজ্যের যে জেলাগুলিতে মৌসুমী বায়ু এখনও সক্রিয় রয়েছে, তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর। তবে দ্বাদশী অর্থাৎ বুধবার রাজ্যের এইসব জেলা থেকেও বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

পারদ নেমেছে বেশ কিছু জেলায়
ইতিমধ্যেই রাজ্যের উত্তরের এবং পশ্চিমের জেলাগুলির পারদ নামতে শুরু করেছে। আসানসোল, বাঁকুড়া, শ্রীনিকেতন, কোচবিহার, শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা এদিন অন্য দিনের থেকে কিছুটা করে কম। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে ২৯ অক্টোবর নাগাদ অপর একটি ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতিও তৈরি হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৩
বালুরঘাট ৩১
বাঁকুড়া ৩৩.৫
ব্যারাকপুর ৩২.৪
বহরমপুর ৩৬
বর্ধমান ৩৪
ক্যানিং ৩৩
কোচবিহার ২৫.২
দার্জিলিং ১৭.৬
দিঘা ৩১.৭
কলকাতা ৩১.৯
মালদহ ৩০.৯
পুরুলিয়া ৩০.৭
শিলিগুড়ি ২৯
শ্রীনিকেতন ৩২.২
