নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা! পুজো শেষের বাংলায় আর কোন সতর্কবার্তা আবহাওয়া দফতরের
নবমীর সকাল থেকে আকাশ পরিষ্কার (weather)। কোথাও সেরকম কোনও বৃষ্টির (rain) খবর নেই। তবে বেলার দিকে কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। সঙ্গে ছিল আর্দ্রতাজনিত অস্বস্তি। একমাত্র উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা
এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের অনেক অংশ থেকেই বিদায় নিয়েছে। শহরগুলির মধ্যে রয়েছে কোচবিহার, শ্রীনিকেতন। কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশে সক্রিয় রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার মতো উপকূল পরিবেশ তৈরি হয়েছে, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে। অন্যদিকে বাংলাদেশের দিকে চলে যাওয়া নিম্নচাপও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত আন্দামান সাগরে ২৯ অক্টোবর নাগাদ অপর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া2
আবহাওয়া দফতরের পূর্বাভাস আনুযায়ী, উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টাতেও একই আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তবে হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে আবহাওয়া একেবারে শুকনো থাকবে। মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৩.৩
বালুরঘাট ২৩.৮
বাঁকুড়া ২৫.১
ব্যারাকপুর ২৩.২
বহরমপুর ২৪.৩
বর্ধমান ২৩.৪
ক্যানিং ২৪.৪
কোচবিহার ২২.১
দার্জিলিং ১৩.২
দিঘা ২২.৮
কলকাতা ২৪.৫
মালদহ ২৩.৭
পুরুলিয়া ২০
শিলিগুড়ি ২৩.১
শ্রীনিকেতন ২২.৬

কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে