সাগরে ফের নিম্নচাপ! জাঁকিয়ে শীত কবে, বাংলার জন্য কোন পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস
শনিবার রাতে তাপমাত্রা নেমেছিল কিছুটা। আবহাওয়া দফতরের (weather) পূর্বাভাস রবিবার রাতে তা আরও নামবে। তা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। সোমবার ন্যুনতম তাপমাত্রা আরও কমবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৩ থেকে ২৬ নভেম্বরের মধ্যে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে। সঙ্গে জেলাগুলির তাপমাত্রাতেও অনেকটাই পতন আসতে পারে।


নিম্নচাপ অবস্থান করছে
গত ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুই-একটি জায়গায় খুব হাল্কা বৃষ্টি হয়েছে। হাল্কা বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডেও। খুব হাল্কা বৃষ্টি হয়েছে ওড়িশায়। হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এদিন গাঙ্গের পশ্চিমবঙ্গে ন্যুনতম তাপমাত্রা অনেক জায়গাতেই কমেছে। এছাড়াও তাপমাত্রা কমেছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। এই এলাকার সমতলে সমথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিহারের গয়ায়, ৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় অতিগভীর নিম্নচাপ এবং পরবর্তী ২৪ ঘন্টায় ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হতে পারে। যা উত্তর পশ্চিমদিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু এবং পুদুচেরি অতিক্রম করতে পারে ২৫ নভেম্বর দুপুর নাগাদ।
ওড়িশার প্রত্যন্ত এলাকায় এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা নিম্নচাপ সেরকমভাবে সক্রিয় নয়।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১৪.১ (২০)
বালুরঘাট ১৬.২ (১৫.৪)
বাঁকুড়া ১৫.১ (২০.৫)
ব্যারাকপুর ১৯ (২২.১)
বর্ধমান ১৭.৪
ক্যানিং ১৯ (২৩)
কোচবিহার ১২.৯ (১৭.১)
দার্জিলিং ৪ (৬)
দিঘা ১৮.৪ (১৯)
কলকাতা ১৯.৫ (২২)
মালদহ ১৯.৭ (২০.৭)
পুরুলিয়া ১৩ (১৯)
শিলিগুড়ি ১১.৭ (১৭)
শ্রীনিকেতন ১৩ (১৯.৪)
জল-যন্ত্রণা থেকে মুক্তির পথে উত্তরপ্রদেশ, ৫ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্পের সূচনা মোদীর