২৪ ঘন্টার মধ্যে সাগরে ফের নিম্নচাপ! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দফতরের কোন সতর্কবার্তা
সূর্যের তেজ সেরকম না থাকলেও রাজ্য জুড়ে সকাল থেকেই ভ্যাপসা গরম (weather)। । তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আগামী ২৪ ঘন্টায় বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ (low pressure) তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনও বিহার, ঝাড়খণ্ড, সিকিম, পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। অন্যদিকে আন্দামান নিকোবরের প্রায় সর্বত্র বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায়। কিন্তু বিহারের আবহাওয়া পুরোপুরি শুকনো রয়েছে।
শনিবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্র উপকূলের কাছে থাকা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপরে অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় একই জায়গায় নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছথে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুতের সঙ্গে হাল্কা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মাঝখানে বুধবার বাদ দিয়ে ফের বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫
বালুরঘাট ২৩
বাঁকুড়া ২৫.৩
ব্যারাকপুর ২৬.৩
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৬.৪
কোচবিহার ২২.১
দার্জিলিং ১৫.৬
দিঘা ২৩.২
কলকাতা ২৬.৭
মালদহ ২৭.১
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৩.৯
শ্রীনিকেতন ২৫

'পাকিস্তান ভারতের থেকে ভালো কাজ করেছে করোনা রোধে, মোদী সরকার ব্যর্থ', শশীর মন্তব্যে বিতর্কের ঝড়