এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা কমল ২ ডিগ্রি! ২৪ ঘন্টায় বাংলার আবহাওয়ার জন্য কোন বার্তা হাওয়া অফিসের
সকাল থেকে আকাশ পরিষ্কার। এদিন কলকাতার তাপমাত্রা (weather) এক ধাক্কায় কমল ডিগ্রি। জেলাগুলিতেও তাপমাত্রা পতন (winter) লক্ষ্য করা গিয়েছে। বাতাসে রয়েছে শীতল ভাব। তবে এদিনের পূর্বাভাস অনুযায়ী আগামী দু-তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

২ টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে
গত ২৪ ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। তবে বাকি জায়গায় আবহাওয়া শুকনো ছিল। এদিনের তাপমাত্রা অনেক জায়গাতেই কমে গিয়েছে। তবে বিশেয ভাবে কমেছে ওড়িশায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুএকটি জায়গাতেও তাপমাত্রা কমেছে এদিন। এছাড়াও এলাকায় তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হয়নি। সমতলে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গয়ায়, ৯.১ ডিগ্রি সেলসিয়াস।
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে কোনও কোনও জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে কম। স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরভাগে।
উত্তর পূর্ব বাংলাদেশ এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে সেটি বেশি সক্রিয় নয়। অন্যদিকে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেটিও সেরকম সক্রিয় নয়।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া সাধারণভাবে শুকনো থাকবে। আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১৪.৫ (১৭.৪)
বালুরঘাট ১৪.৮( ১৪.৮)
বাঁকুড়া ১৪.১ (১৬.৪)
ব্যারাকপুর ১৩.৫ (১৭.৯)
বহরমপুর ১৬.৬ (১৬.৮)
বর্ধমান ১৫ (১৬)
ক্যানিং ১৫.৬ (১৮.৬)
কোচবিহার ১০.১ (১০.৬)
দার্জিলিং ৯.৪ (৯.৪)
দিঘা ১৬.২ (১৮)
কলকাতা ১৬.৬ (১৮.৬)
মালদহ ১৭ (১৭.৬)
পুরুলিয়া ১৫ (১৬)
শিলিগুড়ি ১০.৩ (৯.৯)
শ্রীনিকেতন ১২.৮ (১৫.৮)