মধ্য মাঘে শীতের ধাক্কায় কমল তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
বুধবার সকালে আরও কমল তাপমাত্রা (winter)। ফলে মঙ্গলবারের পর বুধবারের তাপমাত্রা পতন অব্যাহত থাকল। মঙ্গলবার সকালে কলকাতার ন্যূনতম তাপমাত্রা (weather) ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বুধবার সকালে তা কমে হয় ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি কম বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শীতের এই পরিস্থিতি বজায় থাকবে।


রায়গঞ্জের তাপমাত্রা সব থেকে কম
এদিন কোচবিহারের কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা ছিল। এছাড়াও মাঝারি মানের কুয়াশা ছিল জলপাইগুড়ি, মালদহ, দার্জিলিং জেলার কোনও কোনও জায়গায়। বীরভূমের কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা ছিল। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ন্যূনতম তাপমাত্রা কমে গিয়েছে। তবে আবহাওয়ার সেরকম কোনও পরিবর্তন হয়নি। সমতলের এদিন সব থেকে কম তাপমাত্রা ছিল রায়গঞ্জে, ৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে মঙ্গলবারের দক্ষিণ অসম এবং সংলগ্ন এলাকার ওপরে থাকা ঘূর্ণাবর্ত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া আগামী ৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ৪৮ ঘন্টায় জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ঘন কুয়াশা দেখা দিতে পারে। যার জেরে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। তবে সঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি রকমের কুয়াশা থাকবে বলেও জানানো হয়েছে। আগামী ৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। ৩০ জানুয়ারি নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০.৬ (১২.৫)
বালুরঘাট ৯.৮ (১০.৪)
বাঁকুড়া ১১.৬ ( ১২.১)
ব্যারাকপুর ১১.৪ (১৫.৮)
বহরমপুর ১৩.৬
বর্ধমান ১১ ( ১৩.২)
ক্যানিং ১৩.৬ (১৬.৬)
কোচবিহার ৯.১ (১১.৭ )
দার্জিলিং ২.৮ (৩.৪)
দিঘা ১৪.৫ (১৭. ৩)
কলকাতা ১৪.১ (১৫.৬)
মালদহ ১০.৯ (১২.২)
পানাগড় (১১)
পুরুলিয়া ১০.৭ (১১.১)
শিলিগুড়ি ১১.৭ (১০.৬)
শ্রীনিকেতন ১০.২ (১০.৭ )
সোনার দাম ৫০ হাজারের বহু নিচে বিয়ের মরশুমে! ২৭ জানুয়ারি কলকাতার দর একনজরে