ফের ঘূর্ণাবর্তের অবস্থান রাজ্যের ওপরে, একধাক্কায় ৪ ডিগ্রি কমল তাপমাত্রা! একনজরে বাংলা আবহাওয়া
কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নামল ৪ ডিগ্রির বেশি। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই সপ্তাহের শেষ পর্যন্ত এইরকমই ঠাণ্ডা থাকবে। আগামী সপ্তাহের শুরুতে তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানানো হয়েছে।


হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত
এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। মধ্যম মানের কুয়াশা ছিল জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। হাল্কা বৃষ্টি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এছাড়া বাকি রাজ্যের আবহাওয়া শুকনো ছিল। সমতলে এদিন সব থেকে কম তাপমাত্রা ছিল বিহারের গয়ায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সন্নিহিত এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৩.৬ কিমি ওপরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হবে তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী ২৪ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে তার পরবর্তী ৪ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঘন কুয়াশার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে পরের তিনদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও আগামী তিনদিন কোনও কোনও জায়গায় মধ্যমমানের কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে বীরভূম ও মুর্শিবাদাদে ঘন কুয়াশা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১২.৩ (১৪.৬)
বালুরঘাট (১০.২)
বাঁকুড়া ১২.১ (১৬)
ব্যারাকপুর ১২.১ (১৬)
বহরমপুর ৮.৮ (৯.৬)
বর্ধমান ১২.৩ (১৬.৮)
ক্যানিং ১৫ ( ১৭ )
কোচবিহার ১২.৪ (১১.৯)
দার্জিলিং ৩.২ (৩.২)
দিঘা ১৬ (২০.৭)
কলকাতা ১৫ ( ১৯.২)
মালদহ ১৩.২ (১৪.৬)
পানাগড় ১০.২ (১৩.৮)
পুরুলিয়া
শিলিগুড়ি ১৪ (১১.৬)
শ্রীনিকেতন ১০.২ ( ১৫.২)
ভোটের হাওয়া গরম করতে রাজ্যে অমিত শাহের ফের মেগা রোড শো! কোন পরিকল্পনায় বিজেপি