কলকাতা ও জেলাগুলিতে নিম্নগামী তাপমাত্রা! বাংলার জেলায়, জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা
উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত (winter) অব্যাহত। এদিন অনেক জায়গাতেই ন্যূনতম তাপমাত্রাও শনিবারের থেকেও কম ছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে তাপমাত্রা (weather) কিছুটা বাড়বে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা নেমে যায় ১৪ ডিগ্রিতে। যা স্বাভাবিক বলে জানা গিয়েছে।

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি
এদিন পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের দু-একটি জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এছাড়াও মালদহ এবং বীরভূমের কোনও কোনও জায়গায় কোল্ড ডের মতো পরিস্থিতি। দার্জিলিং-এ ঘন কুয়াশা দেখা গিয়েছে। কোচবিহারের দেখা গিয়েছে মাঝারি মানের কুয়াশা। জলপাইগুড়ি, মালদহ এবং কলকাতাতেও কুয়াশা দেখা গিয়েছে।
পূর্ব বাংলাদেশ এবং সন্নিহিত এলাকায় সমুদ্র পৃষ্ঠ থেকে দেড় কিমি ওপর পর্যন্ত ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত ভারত মহাসাগর এলাকায়।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আ্রগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে পরপর তিনদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আবার ২১ জানুয়ারি বিকেল থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে। তবে জেলাগুলিতে কুয়াশার দাপট চলবে বলে জানানো হয়েছে। দৃশ্যমানতা কোনও কোনও জায়গায় ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোন পরিবর্তন হবে না। তবে তার পর থেকে পরপর তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। ফের ২১ জানুয়ারি বিকেল থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় আগামী দুদিন মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে। এছাড়াও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৯ (১০.৩)
বালুরঘাট ৯.৮ (৮.৮)
বাঁকুড়া ৯.৯ (১১.৪ )
ব্যারাকপুর ১২.২ (১২.৩)
বহরমপুর ৮.৪ (৮.২)
বর্ধমান ১১.৩ (১১.৮)
ক্যানিং ১৪.৪ (১৪.৬)
কোচবিহার ১৩.১ (১১.৩ )
দার্জিলিং ৪.৪ ( ৪.২ )
দিঘা ১৩.৩ (১৪.৪)
কলকাতা ১৪ (১৪.৬)
মালদহ ১০ (১০.৮)
পানাগড় ৭.৬ ( ১০.১ )
পুরুলিয়া ৫.৪ (৭.৪ )
শিলিগুড়ি ১১.৯ (১২)
শ্রীনিকেতন ৯.৩ (১০)

মেডিক্যাল কলেজে ভর্তির নামে প্রতারণা অভিযোগ! গোপন চক্রের হদিস পেল পুলিশ