ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! বাংলা জুড়ে শীতের ব্যাটিং কত দিন, কী বলছে আবহাওয়া অফিস
মকর সংক্রান্তি থেকে পারদ ফের নিম্নমুখী। সেই পরিস্থিতি শুক্রবারেও বজায় রয়েছে। সপ্তাহের বাকি দুদিন শীত বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় না হলেও, দক্ষিণবঙ্গের তিন জেলায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অনেক দিন পরে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে। গত কয়েকদিনে কলকাতার ন্যূনতম তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রির মতো।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত
এদিন পুরুলিয়া জেলার দু-একটি জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। এছাড়াও দার্জিলিং-এ ঘন কুয়াশা দেখা গিয়েছে। মাঝারি মানের কুয়াশা দেখা গিয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদহে।
মাঝারি মানের কুয়াশা দেখা গিয়েছে পশ্চিম বর্ধমানে। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-একটি জায়গার ন্যূনতম তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকলেও উত্তরবঙ্গে তা ছিল স্বাভাবিকের থেকে ওপরে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৭ জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। তবে এখনই শীত বিদায় নিচ্ছে না বলেও জানানো হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা সরিয়ে উত্তরের শীতল বাতাসের রাজ্যে প্রবেশের কারণেই তাপমাত্রার পতন বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে তামিলনাড়ুর কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অপর একটি ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশ এবং সন্নিহিত এলাকার ওপরে সমুদ্র পৃষ্ঠ থেকে ৩.১ কিমি ওপর পর্যন্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আ্রগামী ২ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে পরপর তিনদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টায় ঘন থেকে অতিঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দৃশ্যমানতা ২০০ মিটার কম হয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন রাতের তাপমাত্রার সেরকম কোন পরিবর্তন হবে না। তবে তার পর থেকে পরপর তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়াও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে দু-একটি জায়গায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৯.৮ (৯.৪)
বালুরঘাট ৮.৬
বাঁকুড়া ১১.১ (১১.১)
ব্যারাকপুর ১২.২ (১৫)
বহরমপুর ১০.২
বর্ধমান ১২.৩ (১১)
ক্যানিং ১৪.৪ (১৬)
কোচবিহার ৮.৭ (৮)
দার্জিলিং ৪.৬ (৩.২)
দিঘা ১৫.৩ (১৬.১)
কলকাতা ১৪.৫ (১৬.৪)
মালদহ ১১ (১২)
পানাগড় ৯.২ (৮.৭)
পুরুলিয়া ৬ (৭)
শিলিগুড়ি ৯.১ (১১.৯)
শ্রীনিকেতন ১০.২ (৯.৩)
