উধাও হতে চলেছে শীত! উত্তর ও দক্ষিণবঙ্গে কতটা বাড়বে তাপমাত্রা, একনজরে আবহাওয়ার রিপোর্ট
শীতের (winter) প্রভাব আপাতত কমবে। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের (weather)। ভোরে ও রাতের দিকে শীতের আমেজ থাকলেও দিনে শীত উধাও হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।


বাংলাদেশের ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত
ওড়িশার দু-একটি জায়গায় ঘন থেকে অতিঘন কুয়াশা থাকতে দেখা গিয়েছে। বিহারের দু-একটি জায়গায় ছিল মধ্যমমানের কুয়াশা। অন্যদিকে, খুব হাল্কা বৃষ্টি হয়েছে আন্দামানে। এছাড়া আবহাওয়া মোটামুটি শুকনোই রয়েছে। এদিন বিহার ও ঝাড়খণ্ডের কোনও কোনও জায়গায় ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ন্যূনতম তাপমাত্রা এদিন স্বাভাবিকের থেকেও কম ছিল। স্বাভাবিকের থেকে বেশি ছিল হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিন সব থেকে কম তাপমাত্রা ছিল কৃষ্ণনগরে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী ৪৮ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী দুইদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১১.৬ (১০)
বালুরঘাট ৯.৪ ( ৯.২)
বাঁকুড়া ১১.২ (১০.৯)
ব্যারাকপুর ৯.৯ ( ১০.১)
বহরমপুর ১০.৪ (১১.২)
বর্ধমান ১১ (১১)
ক্যানিং ১১ (১১)
কোচবিহার ৭.৩ (৬.৭ )
দার্জিলিং ৩.৪ (৪.৪)
দিঘা ১২.৩ (১১)
কলকাতা ১৩.১ (১৩.৪ )
মালদহ ১৪.১ ( ১২.৯)
পানাগড় ৮.৫ (৮.৪)
পুরুলিয়া ৮ (৬.৪ )
শিলিগুড়ি ৮.৪ (৭.৫)
শ্রীনিকেতন ৯.৬ (৮.২)
নববর্ষেই মুখ ভার আকাশের! শীতের মাঝেই গোটা উত্তর ভারতে চলছে তুমুল বৃষ্টি, জারি হলুদ সতর্কতা