নতুন বছরের প্রথম দিনেও জাঁকিয়ে শীতের পূর্বাভাস ! বাংলা জুড়ে এই আবহাওয়া কত দিন, ভবিষ্যদ্বাণী একনজরে
নতুন বছরের প্রথম দিনেও জাঁকিয়ে শীতের পূর্বাভাস আবহাওয়া দফতরের (weather) । আগামী ৪৮ ঘন্টায় একই পরিস্থিতি থাকলেও, তারপর থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে।

উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহ
শৈত্যপ্রবাহ উত্তর ভারত জুড়ে। রাজস্থানের চুরুতে তাপমাত্রা ৪৬ বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও পাহাড়ি এলাকায় তুষারপাত হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত চলছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র-সহ অনেক জায়গাতেই তাপমাত্রা নেমে গিয়েছে অনেক নিচে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী ৪৮ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ বর্ষবরণের সকালে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের মতোই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী দুদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়াও আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে বলেও জানানো হয়েছে আভহাওয়া দফতরের তরফে।
আগামী ৪৮ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকলেও, সামনের সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে উঠতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১১.৫ (১১.৫)
বালুরঘাট
বাঁকুড়া ১১.৯ (১২ )
ব্যারাকপুর ১০.৮ (১০.৪ )
বহরমপুর ১০ (৯.৪)
বর্ধমান ১২.৫ (১৩)
ক্যানিং ১১.৪ (১১)
কোচবিহার ৭.১ (৮.৫)
দার্জিলিং ৩.৪ (৩)
দিঘা ১২.৪ (১৩.১)
কলকাতা ১২.৮ (১২.৬)
মালদহ ১৩.২ (১৩.৬)
পানাগড় ১০.৬ (৮.৫)
পুরুলিয়া ৮.৪ (৭.৪)
শিলিগুড়ি ৮ (৯ )
শ্রীনিকেতন ৯.৫ (১০.২)