বঙ্গোপসাগরে নিম্নচাপ! কবে থেকে বাংলায় জাঁকিয়ে শীত, পূর্বাভাস হাওয়া অফিসের
রবিবার কলকাতার পারদ নেমেছিল দুই ডিগ্রি। আর সোমবার সকালে তা নামল আরও এক ডিগ্রি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বুধবার থেকে জাঁকিয়ে শীতক পড়ার সম্ভাবনা। অর্থাৎ আগামী ৪৮ ঘন্টায় পারদ আরও নামবে। পাশাপাশি জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নেমে যাবে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

নিম্নচাপের ভ্রুকুটি
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সন্নিহিত দক্ষিণ আন্দামান সাগরে সুনির্দিষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে আন্দামান সাগরে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এই এলাকায় মৎস্যজীবীদেরও ৩০ নভেম্বর সমুদ্রে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া সাধারণভাবে শুকনো থাকবে। আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১৩.৩ (১৪.৫)
বালুরঘাট ১৪.৬ ( ১৪.৮)
বাঁকুড়া ১৩.৭ (১৪.১)
ব্যারাকপুর ১২.৫ (১৩.৫)
বহরমপুর ১৬.৮ (১৬.৬ )
বর্ধমান ১৫.৪ (১৪)
ক্যানিং ১৫ (১৫.৬)
কোচবিহার ১১.১ (১০.১)
দার্জিলিং ৮.৪ (৯.৪)
দিঘা ১৫.৪ (১৬.২)
কলকাতা ১৫.৭ (১৬.৬)
মালদহ ১৭.৩ (১৭)
পুরুলিয়া ১২.৪ (১৫ )
শিলিগুড়ি ১১.৪ (১০.৩)
শ্রীনিকেতন ১১.৮ (১২.৮)

{quiz_435}