প্রবল শীতের সঙ্গে এবার ধেয়ে আসছে বৃষ্টিও! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
রাজ্য জুড়ে তাপমাত্রা পতন (winter) অব্যাহত। মঙ্গলরবার, বুধবারের পর বৃহস্পতিবারেও নামল তাপমাত্রা (weather) । বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সকালে তা কমে হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে অনেকটা কম। আগামী কয়েকদিন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানানো হয়েছে।

ফের উত্তরবঙ্গ সফরে মমতা! ৪ বছর বাদে সভা আলিপুরদুয়ারে

উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ
উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। উত্তর রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমাংশ এবং মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহ চলছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলতে থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হতে চলেছে উত্তর পশ্চিম ভারতে। এদিন সকালে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা রয়েছে। দৃশ্যমানতা নেমে গিয়েছে ৫০ মিটারের নিচে। যার প্রভাব পড়েছে ট্রেন ও বিমান চলাচলে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া আগামী ৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ঘন কুয়াশা দেখা দিতে পারে। যার জেরে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। তবে সঙ্গে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি রকমের কুয়াশা থাকবে বলেও জানানো হয়েছে। আগামী ৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৮.২ (১০.৬)
বালুরঘাট ১০.৪ (৯.৮)
বাঁকুড়া ১০.১ (১১.৬)
ব্যারাকপুর ১২.৩ (১১.৪ )
বহরমপুর ১৩.৪ (১৩.৬)
বর্ধমান ১০.৬ ( ১১)
ক্যানিং ১২.৪ (১৩.৬)
কোচবিহার ৮.৫ (৯.১)
দার্জিলিং ৩.২ (২.৮)
দিঘা ১২.৫ (১৪.৫)
কলকাতা ১৩ ( ১৪.১)
মালদহ ১০.২ (১০.৯)
পানাগড় ১২
পুরুলিয়া ৮.৩ (১০.৭)
শিলিগুড়ি ৭.২ (১১.৭)
শ্রীনিকেতন ৮ (১০.২ )