আরও তপ্ত বঙ্গের তাপমাত্রা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
বাংলার আবহাওয়া (weather) তপ্ত হতে শুরু করেছে। শনিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা (temperature) ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা বেড়ে হয়েছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিনে তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের (weather office)। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কংগ্রেসের সঙ্গে জোটে বাধা কোথায়, বললেন আব্বাস, দিলেন 'শেষ' সময়

অবস্থান করছে নিম্নচাপ
শনিবার বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করে দক্ষিণ অসম এবং সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মেঝিয়ায় ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় খুব হাল্কা বৃষ্টি হয়েছে এদিন। দার্জিলিং-এ ছিল ঘন কুয়াশা। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার মাঝারি মানের কুয়াশা দেখা গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুই থেকে তিন দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। তবে আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপর থেকে ২-৩ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পয়লা মার্চ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় কুয়াশা থাকতে পারে। এছাড়াও আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। তবে আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপর দু থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৭.৩ (১৬.৯)
বালুরঘাট ১৪.৪ ( ১৩.৮)
বাঁকুড়া ২০.৩ (১৭.৮)
ব্যারাকপুর ২০.৫ ( ১৬.৫)
বহরমপুর ১৬.২ (১৮.২)
বর্ধমান ২০.২ (১৯)
ক্যানিং ২২.৪ ( ২১.২)
কোচবিহার ১৯.১ ( ২০)
দার্জিলিং ৯ (৯.২)
দিঘা ২১ (২১ )
কলকাতা ২২.৬ (২০.২)
মালদহ ২১.১ (২০)
পানাগড় ১৭.৭ (১৫.৫ )
পুরুলিয়া ১৭.৩ ( ১৬.৫)
শিলিগুড়ি ১৯.৩ ( ১৯)
শ্রীনিকেতন ১৮.৬ (১৬ )