ফের নিম্নচাপের ভ্রুকুটি! উমা বিদায়ের দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা
দশমীর সকাল থেকে আকাশ পরিষ্কার (weather)। কোথাও সেরকম কোনও বৃষ্টির (rain) খবর নেই। তবে কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবার কোনও কোনও জায়গায় তা নেই। অনেক জায়গাতেই এদিন তাপমাত্রা কিছুটা নেমেছে।

ফের নিম্নচাপের ভ্রুকুটি
পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত আন্দামান সাগরে ২৯ অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে রাজ্য থেকে এখনও মৌসুমী বায়ু বিদায় না নিলেও তার অনুকুল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস আনুযায়ী, সোমবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টাতেও একই আবহাওয়া একইরকম থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আাগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৯.৫
বালুরঘাট ২২.৪
বাঁকুড়া ২০.৪
ব্যারাকপুর ২৩.১
বহরমপুর ২৩.৮
বর্ধমান ২৪.৪
ক্যানিং ২৪.৬
কোচবিহার ২২.১
দার্জিলিং ১৩.৪
দিঘা ২৩.২
কলকাতা ২৪.১
মালদহ ২৪.৭
পুরুলিয়া ১৭
শিলিগুড়ি ২৩.৩
শ্রীনিকেতন ১৯.৪

কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে