বাড়ল তাপমাত্রা, উধাও শীত! মেঘলা আকাশে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার কোন পূর্বাভাস
সকাল থেকে মেঘলা আকাশ। বুধবারের থেকে বৃহস্পতিবার সকালে বেশিরভাগ জায়গাতেই ন্যুনতম তাপমাত্রা (weather) বেড়েছে দেড় থেকে দু ডিগ্রির মতো। আপাতত শীত (winter) বাড়বে না। তবে রবিবার নাগাদ ফের শীত বাড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

ধার্মিক দেশে ধর্মঘট নেই! বহরমপুরে ক্রিকেট ব্যাট হাতে মাঠে নামলেন দিলীপ, দুপুরে করবেন সভা

বাংলার দুদিকে দুই ঘূর্ণাবর্ত
পশ্চিমবঙ্গের দুদিকে দুই ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরপূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে। দ্বিতীয় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের ওপরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া সাধারণভাবে শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। এরপর আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। এরপর আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১৪.৫ (১৩.৩ )
বালুরঘাট ১৫.৮ ( ১৩.৬)
বাঁকুড়া ১৪.৮ (১৩.৬ )
ব্যারাকপুর ১৬.২ (১৪.৬ )
বহরমপুর ১৫ (১৭)
বর্ধমান ১৬ (১৫.৩ )
ক্যানিং ১৬ ( ১৫.৫ )
কোচবিহার ১১.৫ (১১.৪ )
দার্জিলিং ৬ ( ৬.৪ )
দিঘা ১৫.৯ ( ১৪.৫ )
কলকাতা ১৭.৬ (১৭.১ )
মালদহ ১৭.৫ (১৬.৭)
পুরুলিয়া ১৩ ( ১১ )
শিলিগুড়ি ১০.৮ ( ১০.৮)
শ্রীনিকেতন ১৪.২ (১২.৬ )