ঘূর্ণাবর্তে বাধা শীত! কবে পড়বে জমিয়ে ঠান্ডা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই শীত অনেকটাই উধাও। এদিন রাজ্যের অনেক শহরের মতোই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ প্রায় ২ ডিগ্রির মতো। তবে আপাতত শীত বাড়ার কোনও সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে শীত ফের বাড়তে পারে।


ফের ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ
এই মূহূর্তে নিভার অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে থেকে ঘূর্ণিঝড় প্রতি ঘন্টায় সাতকিমি বেগে এগোচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। আগামী ১২ ঘন্টায় এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নেবে।
এদিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরপূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে। দ্বিতীয় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের ওপরে। এছাড়াও আগামী ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিহারে শৈত্যপ্রবাহ
বিস্তীর্ণ এলাকার আবহওয়া শুকনো রয়েছে। এদিনের ন্যুনতম তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হয়নি। বিহারের কোনও কোনও জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ন্যুনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। সমতলে বিহারের গয়ায় তাপমাত্রা ৭.১ ডিগ্রি । সেখানে শৈত্যপ্রবাহ চলছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া সাধারণভাবে শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। এরপর আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। এরপর আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১৩.৩ (১২ )
বালুরঘাট ১৩.৬ ( ১৪.৮)
বাঁকুড়া ১৩.৬ (১২.৯ )
ব্যারাকপুর ১৪.৬ (১২.৭ )
বহরমপুর ১৭ (১৭.৪)
বর্ধমান ১৫.৩ (১৩.৬
ক্যানিং ১৫.৫ ( ১৪.২ )
কোচবিহার ১১.৪ (১২.১ )
দার্জিলিং ৬.৪ ( ৫.৬ )
দিঘা ১৪.৫ ( ১৪)
কলকাতা ১৭.১ (১৫.৪ )
মালদহ ১৬.৭ (১৬.৩ )
পুরুলিয়া ১১ (১০.৪)
শিলিগুড়ি ১০.৮ ( ১১.৪)
শ্রীনিকেতন ১২.৬ (১১.৮)
কালীঘাটের হিটলার শাসন ছড়ে চলে আসুন, আক্রমণ সায়ন্তনের,বিজেপির মহাপ্রস্থান পর্ব চলছে, পাল্টা সৌগতর