সোমবারের পর মঙ্গলবার আরও নামল তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন সতর্কতা
সোমবারের থেকে মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নামল। আপাতত এই আবহাওয়া দিন দুয়েক বজায় থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। জেলাগুলির তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির আশপাশে। জেলাগুলির পরিস্থিতি একই থাকার সম্ভাবনা থাকলেও, জলীয় বাষ্প ঢোকার কারণে শুক্রবার থেকে কলকাতার তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে।


ন্যুনতম তাপমাত্রা কমেছে উল্লেখযোগ্যভাবে
খুব হাল্কা বৃষ্টিপাত হয়েছে আন্দামান নিকোবরের কোনও কোনও জায়গায়। এছাড়া বাকি জায়গায় আবহাওয়া শুকনো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় ন্যুনতম তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এছাড়াও তাপমাত্রা কমেছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া সাধারণভাবে শুকনো থাকবে। আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে তা বাড়তে থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে তা বাড়তে থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১২ (১১.৭)
বালুরঘাট ১৪.৮ (১৫.২)
বাঁকুড়া ১২.৯ (১২.৭ )
ব্যারাকপুর ১২.৭ (১৩ )
বহরমপুর ১৭.৪ (১৪.৬)
বর্ধমান ১৩.৬ (১৪.৩)
ক্যানিং ১৪.২ (১৪.৬ )
কোচবিহার ১২.১ (১১.১ )
দার্জিলিং ৫.৬ (৫)
দিঘা ১৪ ( ১৪.৮)
কলকাতা ১৫.৪ (১৫.৫)
মালদহ ১৬.৩ (১৫.৮)
পুরুলিয়া ১০.৪ (১০)
শিলিগুড়ি ১১.৪ ( ১২.৪)
শ্রীনিকেতন ১১.৮ (১০.৮ )
দিওয়ালির পরও দালাল স্ট্রিটে উৎসবের আমেজ, ফের সর্বকালীন রেকর্ড ভাঙল শেয়ার বাজারে!