এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা নামল ৪ ডিগ্রি! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন পূর্বাভাস
পূর্বাভাস ছিলই। এবার কলকাতার তাপমাত্রা (weather) এক ধাক্কায় নেমে গেল ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘন্টাতেও এই আবহাওয়া বজায় থাকবে বলেই জানানো হয়েছে। আপাতত আকাশ মেঘ মুক্ত থাকবে বলেও জানানো হয়েছে। উত্তর ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নেমে যেতে পারেষ তবে শুক্রবার নাগাদ তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে উত্তর ভারতে। এছাড়াও বুধবার নাগাদ হিমাচল প্রদেশ, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরে তুষারপাতের সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ঝড় বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পুদুচেরিতে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী ২ থেকে ৩ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে জানানো হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত দুদিনে তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১১.৭ (১৪.১)
বালুরঘাট ১৫.২ (১৬.২ )
বাঁকুড়া ১২.৭ (১৫.১ )
ব্যারাকপুর ১৩ (১৯)
বহরমপুর ১৪.৬
বর্ধমান ১৪.৩ (১৭.৪)
ক্যানিং ১৪.৬ (১৯ )
কোচবিহার ১১.১ (১২.৯ )
দার্জিলিং ৫ (৪)
দিঘা ১৪.৮ (১৮.৪)
কলকাতা ১৫.৫ (১৯.৫)
মালদহ ১৫.৮ (১৯.৭)
পুরুলিয়া ১০ (১৩ )
শিলিগুড়ি ১২.৪ (১১.৭)
শ্রীনিকেতন ১০.৮ (১৩ )