ঘন্টায় ৬০ কিমি বেগে ঝড়, বৃষ্টিতে ভাসতে পারে নিচু এলাকা! পুজোর বাংলায় আবহাওয়ার আর কোন সতর্কবার্তা
ষষ্ঠীর দিক সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা (weather)। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন সকাল থেকে নেই ভ্যাপসা গরম। নেই আর্দ্রতাজনিত অস্বস্তিও। আগামী কয়েক ঘন্টার মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি ও বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
বিমল গুরুং-এর সঙ্গে কিষেণজির তুলনা! মমতার রাজনীতি নিয়ে সতর্ক করলেন অধীর

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, হলুদ ও কমলা সতর্কবার্তা
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর উত্তর পূর্ব দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে। পরবর্তী ৪৮ ঘন্টায় তা বাংলা ও ওড়িশা উপকূল পার হয়ে যাবে।
আবহাওয়া দফতরের তরফ থেকে ২২ অক্টোবরের জন্য দক্ষিণবঙ্গের ৩ জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। আৎ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায়। ফলে এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে।

উত্তাল সমুদ্র, ঘন্টায় ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া
নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র। এই পরিস্থিতি চলবে শনিবার, অষ্টমীর দিন পর্যন্ত। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে ২৪ অক্টোবরের মধ্যে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঘন্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যার জেরে কলকাতা ছাড়াও উপকূল এলাকাগুলিতে জল জমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। উপকূলের জেলাগুলিতে মাঠে থাকা ফসলের ক্ষতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় দিঘা, মন্দারমনি, শঙ্করপুর, সাগরে আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে এই সতর্কবার্তা জারি থাকবে ২৪ অক্টোবর পর্যন্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা না থাকলেও, কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে ২৩ অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.১
বালুরঘাট ২৪.৮
বাঁকুড়া ২৪.৭
ব্যারাকপুর ২৫.৮
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৪
ক্যানিং ২৫.৪
কোচবিহার ২২.১
দার্জিলিং ১২.৪
দিঘা ২৫.১
কলকাতা ২৫.৫
মালদহ ২৬.১
পুরুলিয়া ২১
শিলিগুড়ি ২১.১
শ্রীনিকেতন ২৪.২