নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দফতরের কোন সতর্কবার্তা
সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ (weather)। সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে উত্তরবঙ্গ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু দিন সময় লাগবে।

এখনও সক্রিয় মৌসুমী বায়ু
আন্দামান নিকোবরে মৌসুমী বায়ু এখনও সক্রিয় রয়েছে। তা অনেকটাই হাল্কা ভাবে রয়েছে, বিহার, ঝাখণ্ড, সিকিম এবং পশ্চিমবঙ্গের ওপরে। ইতিমধ্যেই ওড়িশায় ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবরেও। স্বল্প বৃষ্টি হয়েছে সিকিম এবং পশ্চিমবঙ্গে। তবে বিহার ও ঝাড়খণ্ডের আবহাওয়া মোটামুটি ভাবে শুকনো রয়েছে। তবে উত্তর প্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরাংশ থেকে মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ
মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, তা নিম্নচাপে পরিণত হয়ে একই জায়গায় অবস্থান করছে। সমুদ্রের গড় উচ্চতা থেকে ৭.৬ কিমি পর্যন্ত তা বিস্তৃত রয়েছে। তা আরও শক্তিশালী হবে। আগামী ৪৮ ঘখন্টায় তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৩ দিনে তা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গে জন্য হাল্কা বৃষ্টির পূর্বাভাস। তবে হাল্কা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের কথাও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিন দুপুরে দেওয়া আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, বুধবার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ৪৮ ঘন্টায় হাল্কা বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রামকে বাদ দিয়ে সমগ্র দক্ষিণবঙ্গের কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২২.৮
বালুরঘাট ২৩.৪
বাঁকুড়া ২৩.৫
বর্ধমান ২৫.২
ক্যানিং ২৭.৬
কোচবিহার ২৪.১
দার্জিলিং ১২.৪
দিঘা ২৬.২
কলকাতা ২৬.৬
মালদহ ২৬.৬
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৩.৫
শ্রীনিকেতন ২৩.৭

কমলনাথের 'আইটেম' বিতর্কের পর এবার কংগ্রেস প্রার্থীর স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য বিজেপি মন্ত্রীর