উধাও শীত, বদলে হাল্কা বৃষ্টি! কবে নামবে তাপমাত্রা, বাংলার জন্য কোন পূর্বাভাস হাওয়া অফিসের
এদিন সকাল থেকে মেঘলা আকাশ। ফলে তাপমাত্রা (weather) ঊর্ধ্বমুখী। আগামী আটচল্লিশ ঘন্টা তাপমাত্রা এরকম থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও, তারপর রাতের তাপমাত্রা নামবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

সমতলে কোচবিহারের তাপমাত্রা সব থেকে কম
গত ২৪ ঘন্টায় খুল হাল্কা বৃষ্টিপাত হয়েছে সিকিমে। এছাড়াও রাজ্যের মধ্যে হাল্কা বৃষ্টি হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান নিকোবরের কোনও কোনও জায়গায় বৃষ্টি হয়েছে। ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি ছিল। রাজ্যে সমতলে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোচবিহারে, ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। অন্যদিকে পরের ২৪ ঘন্টায় অর্থাৎ শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং-এ। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার কোনওরকম পরিবর্তন না হলেও তারপর তা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে , পরবর্তী ২৪ ঘন্টায় হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়া বাকি জেলাগুলির অবস্থা শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, এরপর রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপমাত্রা
আসানসোল ১৯.২ (১৭.৯)
বালুরঘাট ১৬.৮ (১৫.২)
বাঁকুড়া ১৯.৫ (১৮.৯ )
ব্যারাকপুর ২০.২ ( ১৯.২)
বহরমপুর ১৮.৪ ( ১৯.২ )
বর্ধমান ১৮.৮ ( ১৭.৮)
ক্যানিং ২১.৪ ( ২০)
কোচবিহার ১৩.৩ ( ১৩.১)
দার্জিলিং ৬.৮ ( ৭.৬ )
দিঘা ২৪ (২১.৮)
কলকাতা ২২.২ ( ২১.৫ )
মালদহ ২০.৫ (১৯.৪ )
পুরুলিয়া ১৭ ( ১৭)
শিলিগুড়ি ১৩.৭ (১৪.১ )
শ্রীনিকেতন ১৯ ( ১৬.৪ )
কেরলে ভোটে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী 'করোনা'