শীতের কাঁপুনির মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
কলকাতা-সহ জেলাগুলির সোমবারের ন্যূনতম তাপমাত্রা (weather) আরও নামল (winter) । রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা কমে হয় ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিনদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে বৃহস্পতিবার বিকেল থেকে তা ফের কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।


ফের পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস
আগামী ২৪ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়লেও, ১৯ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার রাত থেকে পারদ ফের নিম্নমুখী হবে। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, রাজস্থান এবং উত্তর প্রদেশের পশ্চিমাংশের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে উত্তর পশ্চিম ভারতে ফের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করবে। যার জেরে উল্লিখিত রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। হাল্কা বৃষ্টির সঙ্গে তুষারপাত হতে পারে কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, ২১ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আবার ২১ জানুয়ারি বিকেল থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় জেলাগুলিতে কুয়াশার দাপট চলবে বলে জানানো হয়েছে। দৃশ্যমানতা কোনও কোনও জায়গায় ৫০ মিটারের নিচে নেমে যেতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোন পরিবর্তন হবে না। তবে তার পর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। ফের ২১ জানুয়ারি বিকেল থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও গাঙ্গের পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় কুয়াশার দাপট থাকতে পারে বলেও জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১০.৫ (৯ )
বালুরঘাট ৯.৮ (৯.৮)
বাঁকুড়া ১০.৯ (৯.৯)
ব্যারাকপুর ১০.৪ (১২.২)
বহরমপুর ১১.২ (৮.৪)
বর্ধমান ১১.৪ (১১.৩)
ক্যানিং ১২.৪ ( ১৪.৪ )
কোচবিহার ১০ (১৩.১)
দার্জিলিং ৬ ( ৪.৪)
দিঘা ১৩.২ (১৩.৩)
কলকাতা ১৩.৭ (১৪)
মালদহ ১২.৪ (১০)
পানাগড় ৯.২ ( ৭.৬)
পুরুলিয়া ৬.৪ (৫.৪ )
শিলিগুড়ি ৯.৪ (১১.৯ )
শ্রীনিকেতন ১০ (৯.৩ )