উত্তরে দাপটে শৈত্যপ্রবাহ! বাংলায় হাড়কাঁপানো শীত নিয়ে আবহাওয়ার পূর্বাভাস কী বলছে
প্রবল ঠান্ডা আর মেঘলা আকাশ নিয়ে ঘুম ভাঙছে উত্তরভারতের। মকর সংক্রান্তির পরও ভারতের উত্তরাংশে দাপটে ব্য়াটিং চালাচ্ছে শীত। হিমাচল প্রদেশ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর নিজেরে সাদা চাদরে মুড়ে রেখেছে। এমন এক পরিস্থিতিতে বাংলায় শীতের ইনিংস কোনপথে হাঁটছে দেখা যাক।

দিল্লিতে তাপমাত্রা ২ ডিগ্রি
এদিকে, রাজধানী দিল্লিতে তাপমাত্রার পরিমাণ ২ ডিগ্রিতে নেমেছে। প্রবল শৈত্যয়প্রবাহ সেখানে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত দাপচ দেখাবে বলে খবর। দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ১৯.২ ডিগ্রি। জম্মু ও কাশ্মীর থেকে হাড় কাঁপানো ঠান্ডা হওয়া ক্রমাগত রাজ্যে প্রবেশ করে চলেছে। উত্তর পশ্চিম থেকে এবার হাওয়ার দিক পূর্বের দিকে ঘুরবে বলে খবর।

রাজ্যে শীতের ইনিংস
এদিকে,জানা গিয়েছে রাজ্যে শীতের হাঁড় কাঁপানো ইনিংস আপাতত খানিকটা ইন্টারভেলের পথে! রাজ্যে শীত আগামী ৩ দিনে সেভাবে অনুভূত নাও হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ৩ দিনে রাজ্যে তাপমাত্রা বাড়তে চলেছে। তবে এদিনও রাজ্য়ে উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত থেকেছে।

বাংলায় তাপমাত্রা গত তিনদিনে
এদিকে, শুক্রবারের তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস আর শনিবার সকালে তা সামান্য বেড়ে হয়েছে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। অন্যদিকে রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৪ ডিগ্রিতে। যা আগামী ৩ দিনে বাড়বে বলে খবর।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিকে তাপমাত্রা বাড়ার পাশাপাশি, আগামীকাল উত্তর ও দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট যথেষ্ট থাকবে। উত্তরবঙ্গে কুয়াশার দৃশ্যমানতা ২০০ মিটার থাকছে বলে খবর। তার নিচেও নামার আশঙ্কা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও পরিস্থিতি একই থাকতে পারে। সকাল থেকেই কুয়াশা গ্রাস করতে পারে জেলাগুলিকে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৯.০
বালুরঘাট ১২.৫
বাঁকুড়া ৯.৯
ব্যারাকপুর ১২.২
বর্ধমান ১১.৩
কন্টাই ৮.৫দার্জিলিং ৪.৪
কৃষ্ণনগর ৯.৮
মালদা ১০.০
মেদিনীপুক ১২.১
পুরুলিয়া ১১.৯
শ্রীনিকেতন ৯.৩

মুকুল দল ভারী করলেই বেসুরো বাজছেন বিজেপিতে! দিলীপের সঙ্গে বসিয়ে বার্তা শাহের