
একের পর এক জেলায় হতে পারে বৃষ্টি, বাদ যাবে না কলকাতাও,একনজরে হাওয়া অফিসের পূর্বাভাস
সকাল থেকে পরিষ্কার আকাশ। তবে এদিন রাজ্য জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)। বৃষ্টি হতে পারে শহরেও। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (temperature) ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

নিম্নচাপ অক্ষরেখার জেরে বৃষ্টি
পঞ্জাব থেকে সিকিম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প প্রবেশ করেছে। যে কারণে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এই রাজ্য-সহ বিভিন্ন জায়গায়।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোনও না কোনও জায়জায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাকি জেলাগুলির কোনও না কোনও জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসের বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৩
বালুরঘাট ২৩.৪
বাঁকুড়া ২৫.৫
ব্যারাকপুর ২৭.২
বহরমপুর ২৬.৪
বর্ধমান ২৬.৪
ক্যানিং ২৭
কোচবিহার ২২.৬
দার্জিলিং ১১.৫
দিঘা ২৭.৭
কলকাতা ২৭.৮
মালদহ ২৫.৯
পানাগড় ২৫.৯
পুরুলিয়া ২৬.১
শিলিগুড়ি ২১.৪
শ্রীনিকেতন ২৫.৭